<p style="text-align:justify">রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১১ হাজার টাকায়। উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে গতকাল বুধবার সন্ধ্যার আগে মাছটি পেয়েছেন আক্কেল আলী নামের এক জেলে। মাছটি চুক্তিমূল্যে কিনেন দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি। </p> <p style="text-align:justify">এ বিষয়ে কালিদাসখালী চরের জেলে আক্কেল আলী বলেন, অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। দুপুরে পদ্মার অদূরে মাছটি ধরা পড়ে। পরে চুক্তিমূল্যে সেটি বিক্রি করা হয়। গত ২২ ডিসেম্বর একইস্থানে ২৭ কেজি ওজনের একটি ও এর সপ্তাহ খানেক আগে সাড়ে ৮ কেজি ওজনের একটি মাছ পেয়েছিলাম। সে মাছ ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।</p> <p style="text-align:justify">চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও মিজানুর রহমান বলেন, পদ্মা নদীর ধরা পড়া মাছটি এক ব্যক্তি ক্রয় করেছেন। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য অনেকেই আসেন। এ বছর জেলেরা পদ্মায় বড় বড় মাছ পাচ্ছেন, উচ্চমূল্যে বিক্রিও করছেন। </p> <p style="text-align:justify">মাছ ক্রেতা মিন্টু হোসেন বলেন, চকরাজাপুরে বেড়াতে এসে পদ্মা নদীর ধরা পড়া মাছটি ক্রয় করেছি। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রেখেছিলাম। বেড়াতে এসে ভাগ্যক্রমে মাছটি ক্রয় করেছি। </p>