<p style="text-align:justify">রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১১ হাজার টাকায়। উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে গতকাল বুধবার সন্ধ্যার আগে এই মাছটি পেয়েছেন আক্কেল আলী নামের এক জেলে। মাছটি ক্রয় করেছেন দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সচিবালয়ের ভেতরে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735188575-f40981eb49aa6ca0863a3be195f48713.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সচিবালয়ের ভেতরে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/26/1461505" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে কালিদাসখালী চরের জেলে আক্কেল আলী বলেন, 'অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। পদ্মার অদূরে দুপুরে মাছটি ধরা পড়ে। পরে চুক্তি মূল্যে বিক্রি হয়। সপ্তাহ খানেক আগেও সাড়ে ৮ কেজি ওজনের একটি মাছ পেয়েছিলাম। সেটাও সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করেছিলাম।'</p> <p style="text-align:justify">চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও মিজানুর রহমান বলেন, 'পদ্মা নদীতে ধরা পড়া মাছটি এক ব্যক্তি ক্রয় করেছেন। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য অনেকেই আসেন। এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন। উচ্চ মূল্যে বিক্রিও করছেন।' </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৭০০ ফুট গর্তে আটকে শিশু, উদ্ধার হয়নি ৩ দিনেও" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735187872-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৭০০ ফুট গর্তে আটকে শিশু, উদ্ধার হয়নি ৩ দিনেও</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/26/1461503" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মাছ ক্রেতা মিন্টু হোসেন বলেন, 'চকরাজাপুরে বেড়াতে এসে পদ্মা নদীতে ধরা পড়া মাছটি ক্রয় করেছি। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রেখেছিলাম। ভাগ্যক্রমে এই দিন বেড়াতে এসে মাছটি ধরাও পড়েছে পেয়েও গেছি।'</p>