<p>বড়দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এই হামলাকে তিনি ‘অমানবিক’ বলে আখ্যা দিয়েছেন।</p> <p>রাশিয়ার এই হামলা ইচ্ছাকৃত ও পরিকল্পিত দাবি করে গতকাল বুধবার জেলেনস্কি বলেছেন, ‘প্রতিটি ব্যাপক হামলার প্রস্তুতির জন্য সময় নেয় রাশিয়া। আজ পুতিন ইচ্ছা করেই আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিকসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো।’</p> <p>জেলেনস্কি আরো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনাবাহিনী ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশ গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুিবভ্রাট দেখা দিয়েছে। কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ ফের চালু করতে কাজ করছেন। সূত্র : বিবিসি</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>