<p style="text-align:justify">শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করানো হয় বলে জানিয়েছে এনডিটিভি।</p> <p style="text-align:justify">খবরে বলা হয়েছে, মনমোহন সিংয়ের বয়স ৯২ বছর। তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক। রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বি‌ভাগে নেওয়া হয় তাকে।</p> <p style="text-align:justify">তবে হঠাৎ করে ঠিক কী কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবার ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা প্রিয়াঙ্কা গান্ধীও হাসপাতালে পৌঁছেছেন।</p> <p style="text-align:justify">কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন সিং। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। এ ছাড়া, পিভি নরসিংহ রাওয়ের সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন মনমোহন।</p> <p style="text-align:justify">১৯৯১ সাল থেকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি অবসর নেন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা ছিলেন।</p>