<p>নরসিংদীর রায়পুরায় একটি সরকারি খালের মাটি বিক্রি ও রাস্তার ঢাল কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী জহির মিয়ার বিরুদ্ধে। খননযন্ত্র দিয়ে তোলা মাটি ট্রাক্টরে করে বিক্রি করা হচ্ছে বাসা-বাড়ি ও ইটভাটায়। এ ঘটনায় ক্ষুব্দ স্থানীয়রা।</p> <p>জানা যায়, উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকার রামগঙ্গা খালের পাড় ও পাশের জমির উর্বর মাটি একটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রি করছেন ব্যবসায়ী জহির মিয়া। ট্রাক্টর দিয়ে মাটি নেওয়ার জন্য পাশের সরকারি রাস্তার ঢাল কাটার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গাড়ি প্রতি মাটি (ট্রাক্টর প্রতি) আড়াই হাজার টাকায় স্থানীয় বাসা-বাড়ি ও ইটভাটার মালিকদের কাছে বিক্রি করা হচ্ছে। সরকারি খালের মাটি লুট হলেও প্রভাবশালী ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কেউ সরাসরি প্রতিবাদ জানায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আহত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/27/1735274669-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/27/1461904" target="_blank"> </a></div> </div> <p>ট্রাক্টর চালক নুর আলম বলেন, পাশের গ্রামে এক ব্যক্তির বাড়িতে মাটি পৌঁছে দিচ্ছি। আমিসহ আরো কয়েকজন ট্রাক্টর চালক এখানে কাজ করছেন। এ ব্যাপারে এর বেশি বলতে পারব না।</p> <p>নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তি জানান, দুই বছর আগে খননের সময় রামগঙ্গা খালের মাটি দিয়ে পাড় নির্মাণ করা হয়েছিল। সেই মাটি লুট করে বিক্রি করে দিচ্ছেন জহির মিয়া। গাড়িতে করে মাটি নেওয়ার জন্য সরকারি রাস্তার ঢাল কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপসহ জড়িত ব্যক্তির বিচার দাবি জানান তারা।<br /> সরকারি খালের মাটি বিক্রি ও রাস্তার ঢাল কাটার অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত ব্যবসায়ী জহির মিয়া।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/27/1735275380-5a2af0ea8c715c89af4eb218a7ca58d4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/27/1461907" target="_blank"> </a></div> </div> <p>রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, খালের মাটি বিক্রির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনাকে নিদের্শনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।</p>