<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১১ হাজার টাকায়। উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে মাছটি পেয়েছেন আক্কেল আলী নামের এক জেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে কালিদাসখালী চরের জেলে আক্কেল আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২২ ডিসেম্বর একই স্থানে ২৭ কেজি ওজনের একটি ও এর সপ্তাহখানেক আগে সাড়ে আট কেজি ওজনের একটি মাছ পেয়েছিলাম। সেই মাছ এক হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>