<p style="text-align:justify">অবৈধ বালু উত্তোলন রোধে কুমিল্লায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লার মেঘনা উপজেলায় এ সভা হয়।</p> <p style="text-align:justify">প্রতিবাদ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বক্তব্য দেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আজকের পর থেকে যদি মেঘনার কোথাও বালু কাটা হয়, তাদের গামছা দিয়ে বেঁধে থানায় নেওয়া হবে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘মা-মাটি রক্ষায় বালুখেকো, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। প্রশাসনের উদ্দেশে বলতে চাই, আপনাদের আজকের চেয়ার ছাত্র-নাগরিক গণ-অভ্যুত্থানের কারণে পেয়েছেন। আওয়ামী লীগের বাংলাদেশ ভুলে গিয়ে সাধারণ মানুষের পক্ষের শক্তি হোন। অন্যথায়, আপনাদের চেয়ার থেকে সরাতে ১ মিনিট সময় লাগবে না।’</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিমুল, কবি নজরুল সরকারি কলেজের সমন্বয়ক রুপমিয়া হোসাইন রাজ, মোখলেসুর রহমান, আলমগীর হোসেনসহ বড়ইয়াকান্দি, মৈশারচর, রামপ্রসাদের চরসহ বিভিন্ন গ্রামের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।</p>