<p>বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, ‘দীর্ঘদিন পরে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিরাজ করছে। এই স্বাধীনতার যেন অপব্যবহার করা না হয়, সেটি গণমাধ্যমকর্মীদের বিবেচনা করতে হবে। স্বাধীন সাংবাদিকতার সুযোগে গণমাধ্যমগুলো এখন যেভাবে সংবাদ তুলে ধরছে তাতে মনে হচ্ছে যত সমস্যা গত পাঁচ মাসে সৃষ্টি হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক এমপি বাহাউদ্দীনসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735224329-62bf1edb36141f114521ec4bb4175579.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক এমপি বাহাউদ্দীনসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461677" target="_blank"> </a></div> </div> <p>বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এম আবদুল্লাহ এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ উপলক্ষে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।<br /> সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সচিবালয়ের পোড়া কক্ষে মৃত কুকুর, তোলপাড়; বাড়ছে প্রশ্ন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735223902-af6e6b693ed51557729e654e34b27ab5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সচিবালয়ের পোড়া কক্ষে মৃত কুকুর, তোলপাড়; বাড়ছে প্রশ্ন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461673" target="_blank"> </a></div> </div> <p>এম আবদুল্লাহ বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর ৩৫০ জন সাংবাদিকের জন্য সম্মানীর ব্যবস্থা করেছিলাম, সেটি শেষ পর্যায়ে রয়েছে। বরিশাল ও সিলেট দিয়ে প্রথম কিস্তি বিতরণ শেষ হয়েছে এবং বিভাগীয় শহর ও বৃহত্তর জেলাগুলোতে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে।’</p>