<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী নগরীর একটি ছাত্রীনিবাসে নিম্নমানের খাবার পরিবেশনের প্রতিবাদ করায় এক ছাত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে কাদিরগঞ্জ এলাকার ওই মেসের শিক্ষার্থীরা গত রবিবার দিবাগত গভীর রাতে ছাত্রীনিবাস থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগরের বোয়ালিয়া থানায় গিয়ে ওই মেস মালিকের বিচার দাবি করেন। পরে ছাত্রীনিবাসের মালিকসহ চারজনের নামে একটি মামলা করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থানার ওসি মেহেদী মাসুদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে সেখানে গিয়ে দুজনকে আটক করি। ছাত্রীদের বলি মামলা করার জন্য যেন তাঁরা থানায় চলে আসেন। তাঁরা যখন আসছিলেন, তখন অভিযান চালিয়ে আরো একজনকে আটক করা হয়। এরপর ভুক্তভোগী ছাত্রী চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ওসি জানান, গতকাল সোমবার গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় অজ্ঞাত আরো কয়েকজন আসামি আছে। তাদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীরা অভিযোগ করেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝলক-পলক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের ওই ছাত্রীনিবাসে প্রায় তিন শ ছাত্রী থাকেন। প্রতিদিনই তাঁদের নিম্নমানের খাবার দেওয়া হয়। রবিবার সকাল ১১টার দিকে নিম্নমানের খাবারের প্রতিবাদ করেন এক ছাত্রী। এর জের ধরে মালিকের দুই ছেলে ঝলক ও পলক এসে ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে অন্য ছাত্রীরা প্রতিবাদ করলে ঝলক ও পলক বন্ধুদের নিয়ে ছাত্রীদের হুমকি দেন যে তাঁদের রাজশাহীতেই থাকতে দেবেন না। পরে তাঁরা সারা দিন ছাত্রীদের অবরোধ করে রাখেন। রাত ১১টার দিকে ছাত্রদলের কিছু নেতাকর্মী গিয়ে ছাত্রীনিবাসের তালা ভেঙে ছাত্রীদের বের করেন। খবর পেয়ে সেখানে যান বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>