ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২০

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
শেয়ার
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২০
ইবির শিক্ষার্থী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। ছবি: কালের কণ্ঠ

কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভাড়ায় চালিত একটি বাস। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ওষুধ দোকানগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে ঘটনার পর থেকে বাসটির চালক ও হেলপার পলাতক আছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া থেকে সকাল ১০ টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দ্রুত গতিতে চলছিল। এসময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার নিচে পড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শোনার পরেই আমরা ঘটনাস্থলে আসি। অনেকেই আহত হয়েছেন। ১২ শিক্ষার্থীকে আহত অবস্থায় কুষ্টিয়া মেডিক্যালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে  ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক ।

তবে ৪ জন একটু বেশি আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

নির্ধারিত সময়েই হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

বাকৃবি প্রতিনিধি
বাকৃবি প্রতিনিধি
শেয়ার
নির্ধারিত সময়েই হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল নির্ধারিত সময়ে (বিকেল ৩টায়) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফরম জুমে অনুষ্ঠিত কৃষি গুচ্ছের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন।

ড. হেলাল উদ্দীন বলেন, ‘সভায় সবার সম্মতিক্রমে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা নির্ধারিত সময় ১২ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় আবেদনকারীদের আবার এসএমএসের মাধ্যমে সময় জানানো হবে। পরীক্ষায় এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না।’

দেশের ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

মন্তব্য

কলেজের অধ্যক্ষ হলেন মৃত অধ্যাপক!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কলেজের অধ্যক্ষ হলেন মৃত অধ্যাপক!
সংগৃহীত ছবি

দেশের ১৩৫টি সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসংক্রান্ত আলাদা তিনটি আদেশ জারি করা হয়।

এই ১৩৫ কলেজের একটি কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজ। এই কলেজে অধ্যক্ষ হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনকে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

তবে দুই বছর আগেই মৃত্যুবরণ করেছেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন।

আরো পড়ুন
দেশের ১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

দেশের ১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

 

এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, মো. জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন। তিনি ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন।

এদিকে দুই বছর আগে মারা যাওয়া অধ্যাপককে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়ে সমালোচনার মুখে পড়েছে মন্ত্রণালয়।

জানা যায়, মঙ্গলবার তিনটি তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ছিলেন মোহাম্মদ জামাল উদ্দীন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

প্রাসঙ্গিক
মন্তব্য

১৩ এপ্রিল কুয়েটে প্রত্যাবর্তনের ঘোষণা শিক্ষার্থীদের, অপেক্ষার আহ্বান কর্তৃপক্ষের

এইচ এম আলাউদ্দিন, খুলনা
এইচ এম আলাউদ্দিন, খুলনা
শেয়ার
১৩ এপ্রিল কুয়েটে প্রত্যাবর্তনের ঘোষণা শিক্ষার্থীদের, অপেক্ষার আহ্বান কর্তৃপক্ষের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবারও অস্থিরতার আভাস দেখা পাওয়া যাচ্ছে। একাডেমিক কার্যক্রমসহ বিশ্বদ্যিালয়ের সব দপ্তর বন্ধ থাকলেও আগামী রবিবার (১৩ এপ্রিল) ক্যাম্পাসে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়ে ইতোমধ্যেই ফেসবুকে বার্তা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। 

অন্যদিকে কুয়েট প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভুঞা স্বাক্ষরিত মঙ্গলবারের (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) শুধু দাপ্তরিক কার্যক্রম শুরুর পর অতিদ্রুত শিক্ষা কার্যক্রম শুরু ও হল খোলা হবে বলে জানানো হয়েছে। সেই পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষার আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

আরো পড়ুন
নাসার সঙ্গে চুক্তির সুফল ২০-২৫ বছর পর : বিডার চেয়ারম্যান

নাসার সঙ্গে চুক্তির সুফল ২০-২৫ বছর পর : বিডার চেয়ারম্যান

 

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও বহিরাগতদের মধ্যে অপ্রীতিকর ঘটনার পর দুই দফায় সিন্ডিকেট মিটিং করে একাডেমিক কার্যক্রম বন্ধসহ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রমজান ও ঈদুল ফিতরের ছুটি থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়লেও পহেলা বৈশাখের আগের দিন ১৩ এপ্রিল ক্যাম্পাসে ফেরার ঘোষণা দিয়েছে তারা। এই ঘোষণা কর্তৃপক্ষের নজরে আসার পরই আজ মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে এমন বিজ্ঞপ্তি বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাম্প্রতিক একটি ফেসবুক গ্রুপে দেওয়া নোটিশে বলা হয়, ‘১৩ এপ্রিল, ২০২৫ সেন্ট্রাল সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাস প্রত্যাবর্তন।

’ এই গ্রুপকে কুয়েটের ১৯ ব্যাচের অফিশিয়াল পেজ হিসেবেও ঘোষণা দেওয়া হয়।

আরো পড়ুন
এফডিসি পরিদর্শনে তথ্য উপদেষ্টা মাহফুজ, পূর্ণাঙ্গ ফিল্ম সিটির আশ্বাস

এফডিসি পরিদর্শনে তথ্য উপদেষ্টা মাহফুজ, পূর্ণাঙ্গ ফিল্ম সিটির আশ্বাস

 

কুয়েটের একটি সূত্র বলছে, শিক্ষা কার্যক্রম বন্ধের বিষয়টি দীর্ঘ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ১৯ ব্যাচের শিক্ষার্থীরা। কেননা স্বাভাবিক নিয়মে এখন ওই ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ হওয়ার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এটা তাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। এ জন্যই তারা ক্যাম্পাসে ফিরতে এবং শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হতে উদগ্রীব।

এ ব্যাপারে কুয়েটের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, একাডেমিক কার্যক্রম শুরু করতে হলে সিন্ডিকেট মিটিং ডাকতে হবে। আর সিন্ডিকেট মিটিং ডাকতে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে হবে। এ জন্য আগামী ১৫ এপ্রিল শুধু দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

পরে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই সিন্ডিকেট মিটিং আহ্বান করে ১৮ ফেব্রুয়ারির জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর পরই একাডেমিক কার্যক্রম শুরু হবে।

আরো পড়ুন
পিরোজপুরে ‘জয় বাংলা ক্যাম্পেইন’ করা সেই নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক

পিরোজপুরে ‘জয় বাংলা ক্যাম্পেইন’ করা সেই নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক

 

নাম প্রকাশ না করে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, তারা এখন মূলত ১ দফার দাবিতেই আছেন। সেটা হচ্ছে ভিসির পদত্যাগ। যেহেতু তারা ভিসির পদত্যাগের দাবিতে এখনো অনড় রয়েছেন, সেহেতু এই ভিসির আওতায় গঠিত তদন্ত কমিটি এবং তাদের প্রতিবেদন কিছুই তারা মানবেন না।

কুয়েটের রেজিস্ট্রার স্বাক্ষরিত মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আগামী ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শুধু দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে অতিদ্রুত শিক্ষা কার্যক্রম শুরু ও হলসমূহ খোলার ব্যাপারে কর্তৃপক্ষ আশাবাদী। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হলো।’

প্রাসঙ্গিক
মন্তব্য

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার
সংগৃহীত ছবি

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৮ জেলা থেকে ১ লাখ ৮২ হাজার ৪১০ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যার মধ্যে ছেলে ৯২ হাজার ৬৭০ জন ও মেয়ে ৮৯ হাজার ৭৪০ জন। মেয়ের থেকে ছেলে পরীক্ষার্থী দুই হাজার ৯৩০ জন বেশি।

আগামী ১০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে।

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার ৮ জেলায় ২৮০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, পলাতক আসামিকে পুলিশে দিল জনতা

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, পলাতক আসামিকে পুলিশে দিল জনতা

 

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সুত্রে জানা যায়, দিনাজপুর শিক্ষার্থীর মধ্যে নিয়নিত ১ লাখ ৪৯ হাজার ৬৪৩ জন ও অনিয়মিত ৩২ হাজার ৭৬৭ জন।

যার মধ্যে বিজ্ঞানে ৯৭ হাজার ৭০৮ জন, মানবিকে ৮২ হাজার ৩৮৫ জন ও ব্যবসায় শিক্ষায় ২ হাজার ৩১৭ জন।

বোর্ডের ৮ জেলার মধ্যে রংপুরে ৫১টি কেন্দ্রে ৩২ হাজার ৯৮২ জন, গাইবান্ধার ৪০ কেন্দ্রে ২৫ হাজার ৩০৩ জন, নীলফামারী জেলায় ২৭টি কেন্দ্রে ২১ হাজার ১২১ জন, কুড়িগ্রাম জেলায় ৩৪ কেন্দ্রে ২০ হাজার ৫৩ ৪জন, লালমনিরহাট জেলায় ২০ কেন্দ্রে ১৩ হাজার ৮৫৫ জন, দিনাজপুরে ৬২টি কেন্দ্রে ৩৮ হাজার ১৩২ জন, ঠাকুরগাঁও জেলায় ১৭ হাজার ৯৮৪ জন ও পঞ্চগড় জেলায় ১২ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এবার এসএসসি জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩২৪ জন শিক্ষার্থী। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ