জামিনে মুক্ত হয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
জামিনে মুক্ত হয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি
সংগৃহীত ছবি

রাজশাহীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও গত ৫ আগস্ট ছাত্র-জনতার অন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো হোসেন আলীকে গ্রেপ্তারের দাবি উঠেছে। একই সঙ্গে হোসেনের আশ্রয়দাতা কালু তানজীরকেও গ্রেপ্তারের দাবি করেছেন মেসার্স শাহরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহমুদ হাসান শিশিল। তার দাবি, জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে চলাফেরা করছেন হোসেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন তার কাছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহমুদ হাসান বলেন, ‘নগরীর চণ্ডীপুর এলাকার সুলতান আলীর ছেলে ও আমার সাবেক কর্মচারী হোসেন আলী আমার প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে কর্মরত ছিলেন।

তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং কুখ্যাত সন্ত্রাসী রুবেলের ঘনিষ্ঠ সহযোগী। কর্মরত অবস্থায় হোসেন আলী একাধিকবার রুবেলকে নিয়ে আমার কাছে এসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করেন। তার ক্রমাগত চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আমি তাকে চাকরি থেকে অব্যাহতি দিই।’ 

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে হামলার সময় হোসেন আলীকে দুই হাতে আগ্নেয়াস্ত্রসহ গুলি ছুড়তে দেখা যায়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

পরবর্তীতে গত ১০ আগস্ট রাত সাড়ে ৯টায় রেলগেট এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনরত শিক্ষার্থীরা একটি প্রাইভেট কার তল্লাশি করে হোসেন আলীকে দুই বস্তা দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক করে এবং সেনাবাহিনী ও বিজিবির কাছে হস্তান্তর করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক এতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে সাথে যুক্ত থাকা সত্ত্বেও তিনি জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে চলাফেরা করছেন। জামিনে মুক্ত হয়ে হোসেন আলী পুনরায় আমাকে হুমকি দিচ্ছে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ছাড়া তিনি স্থানীয় যুবদলের কতিপয় নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের দুর্নীতিগ্রস্ত একটি অংশ এবং আওয়ামীপন্থী কিছু সাংবাদিকের সহায়তায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছেন।
’ 

তিনি জানান, ‘গত ২২ ফেব্রুয়ারি তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। প্রশাসনের কাছে আমার প্রশ্ন অস্ত্র ও মাদকসহ হাতেনাতে আটক এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছোড়ার সুস্পষ্ট  প্রমাণ থাকার পরও কেন হোসেনের মতো একজন অপরাধীর বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না?’

সংবাদ সম্মেলনে তিনি হোসেন আলীর আশ্রয়দাতা নগরীর ভেড়ীপাড়া এলাকার জুয়াড়ী ইবনে ফাহাদ তানজীর ওরফে কালু তানজীরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক শফিক মাহমুদ তন্ময়, নিউ গভার্মেন্ট ডিগ্রী কলেজের সদস্য সচিব মাহমুদ হাসান লিমন, শাহমুখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান পরাগ, শাহরিন এন্টারপ্রাইজের ম্যানেজার তন্ময় হোসেন, শাহরিন এন্টারপ্রাইজের সাবেক ম্যানেজার নাজির হোসেন জীবন, সাইর পুকুর প্রজেক্টের পূর্বের মালিক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাপ্পি, সাইর পুকুর প্রোজেক্ট ম্যানেজার নাজমুল হাসান রকি।

মন্তব্য

সম্পর্কিত খবর

মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, আহত ২০

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
শেয়ার
মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, আহত ২০
ছবি: কালের কণ্ঠ

যশোরের মনিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এতে যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজারে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে।

আরো পড়ুন
গোপালগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের হেলথ কার্ড প্রদান

গোপালগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের হেলথ কার্ড প্রদান

 

প্রত্যক্ষদর্শী ইশতিয়াক ইবনে জামান নামে এক ব্যক্তি বলেন, ‘ভোরে ফজরের নামাজ পড়ে চিনাটোলা বাজারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ যশোরের দিক থেকে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি বাস আমাদের পার হয়ে সামনে যেতেই বিকট শব্দ হয়। সামনে তাকিয়ে দেখি বাসটি রাস্তার পূর্বপাশের পাকা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। যাত্রীরা চিৎকার চেঁচামেচি করছেন।

এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগে আমরা ৭-৮ জনকে উদ্ধার করে মনিরামপুর ও কেশবপুর হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া কয়েকজন যাত্রীর শরীরের বিভিন্ন অংশে কেটে রক্ত বেরিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ধারণা করছি চালক ঘুমিয়ে ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন।

বাসটি রাস্তার পাশের দাঁড়িয়ে থাকা দুটো বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানে আঘাত করেছে। এতে দোকানের সাটার ও দেওয়াল ভেঙে বাসের দুই-তৃতীয়াংশ ভেতরে ঢুকে পড়েছে।’

আরো পড়ুন
বিমানে খাবারের স্বাদ কেন বদলে যায়?

বিমানে খাবারের স্বাদ কেন বদলে যায়?

 

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ৯ জন যাত্রীসহ স্থানীয় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনায় ঘটনাস্থলে কারো মৃত্যু ঘটেনি। দোকানের ভেতর থেকে বাস বের করার কাজ চলমান রয়েছে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, ‘চিনাটোলা বাজারে বাস দুর্ঘটনায় ৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মনিরা খাতুন (২০) ও ইউসুফ আলী (১৯) নামের দুইজন ভর্তি আছেন। আর ইয়াসিন (৩৫), আলআমিন (২৬), রেহেনা পারভিন (২৩), লিটন হোসেন (৩০), আব্দুল মান্নান নামে পাঁচজনের বাড়ি সাতক্ষীরা অঞ্চলে হওয়ায় তাঁরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

আরো পড়ুন
ভারত থেকে কেনা হবে আরো ৫০ হাজার টন চাল

ভারত থেকে কেনা হবে আরো ৫০ হাজার টন চাল

 

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ‘চালক ঘুমিয়ে পড়ায় যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ বাস উদ্ধারের কাজ করছে।’

মন্তব্য

মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার
ছবি: কালের কণ্ঠ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশা মহাসড়কের ফিডার রোডে থাকবে। মহাসড়ক থেকে এক’শ মিটার দূরে তারা যাত্রী উঠানামা করতে পারবে। এজন্য তিনি অটোরিকশা চালক এবং যাত্রীদেরও সহযোগিতা কামনা করেন।

আর অটোরিকশা মহাসড়কে উঠলে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা নেওয় হবে। ঈদ উপলক্ষ্যে বাসের ভাড়া বেশি নেওয়া হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে মহাসড়কের ওপর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে।

অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচলের শৃঙ্খলা আনয়নে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও কাজ করছে। মহাসড়কে কাঁচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য সব ট্রাক ও ভারি যানবাহন চলাচল বন্ধ করা হবে। সড়কের খানাখন্দ মেরামত করা হয়েছে।

নগরীর ছিনতাই প্রসঙ্গে বলেন, ছিনতাইয়ের ব্যাপারে মহানগর পুলিশ জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। আগের চাইতে ছিনতাই কমে এসেছে। বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছে। তারপরও ছিনতাইকারীকে ছাড়া হয়নি।

গোপনে অ্যাম্বুস করে ছিনতাইকারীদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, অনেকে চাকরি হারিয়ে ছিনতাই কাজে নেমেছে। তাদেরকে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পেল অনুদানের চেক

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পেল অনুদানের চেক
ছবি : কালের কণ্ঠ

জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলায় মোট ৩৮ জন তালিকাভুক্ত আহতের মধ্যে আজ ছয়জনকে চেক প্রদান করা হয়। তাদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে চারজনকে দুই লাখ, ‘বি’ ক্যাটাগরিতে দুইজনকে এক লাখ টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে আহতদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবীতেষ বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশিদ, গণমাধ্যমকর্মী ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

দীঘিনালায় দুস্থদের ঈদসামগ্রী দিল সেনাবাহিনী

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
দীঘিনালায় দুস্থদের ঈদসামগ্রী দিল সেনাবাহিনী
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বৃহষ্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ্য থেকে এসব উপহার দেওয়া হয়। 

দেড় শতাধিক পরিবার এসব ঈদ সামগ্রী পেয়েছেন। 

সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত পরিবারদের হাতে ঈদসামগ্রী তুলে দেন।

ঈদসামগ্রীর মাঝে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল ও তেল।

এসময় উপস্থিত ছিলেন, জোন উপ অধিনায়ক মো. মেহেদী হাসান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. আহনাফ হোসেন, কবাখালি ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা ও কবাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ