ঈদ এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে চারপাশে। তারকারাও ব্যতিক্রম নন। সাধারণ মানুষের মতো পর্দার মানুষগুলোও এই দিনটিকে ঘিরে সাজিয়ে রাখেন বিশেষ পরিকল্পনা। শুটিংয়ের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো—সব মিলিয়ে ঈদ মানেই বাড়তি আনন্দ।
বলিউড তারকাদের এবারের ঈদ কেটেছে পরিবারের সঙ্গেই। পাশাপাশি ভক্তদেরও শুভেচ্ছা জানিয়েছেন তারা।
আরো পড়ুন
ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ঈদ মোবারক লিখে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। প্রিয়াঙ্কার পাশাপাশি জুনিয়র এনটিআর ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ঈদ মোবারক।
একদিকে বরুণ ধাওয়ান ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লেখেন, ‘ঈদ মোবারক’, অন্যদিকে সানি দেওল ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ইদ মোবারক। এই দিনটি ভালোবাসা, আনন্দ এবং ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক। আপনাদের সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘ঈদ মোবারক। আশা করি আপনাদের দিনটি হাসিখুশিতে ভরে উঠবে। সব সময় আনন্দে থাকুন। ’
আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক
গহওর খানকে স্বামী-সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক! আল্লাহ সবার মঙ্গল করুন।
আমাদের ওপর তাঁর রহমত বজায় থাকুক, আমিন।'
সাইফ আলী খান কাজে ব্যস্ত থাকলেও বোন সোহা এই দিনটি কাটিয়েছেন পরিবারের সঙ্গে। গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরে মেয়ের সঙ্গে ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে।
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। আজকের এই বিশেষ উৎসব আপনাদের হৃদয় ভালোবাসায় এবং আপনাদের ঘর আনন্দে ভরিয়ে দিক। আর আপনাদের জীবনে নিয়ে আসুক অগুনতি আশীর্বাদ।’
দক্ষিণি মেগাস্টার মাম্মুটি এক্স হ্যান্ডলে নিজের এক ছবি শেয়ার করে লিখেছেন, ‘হৃদয় জুড়ানো ঈদ শুভেচ্ছা প্রত্যেককে।’
দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। খুশি, শান্তি আমার সকল বন্ধুকে।’
দক্ষিণের তারকা রামচরণ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হ্যাপি রামাদান আপনাকে এবং আপনার পরিবারকে। ঈদ মোবারক।’
বান্দ্রার বাসভবনে জুনায়েদ, কিরণ এবং আজাদকে নিয়ে ঈদ পালন করতে দেখা যায় আমির খানকে। তবে এই বিশেষ দিনে এখনো নজরে পড়েনি গৌরীর উপস্থিতি। আমিরের পাশাপাশি সাইফকে দেখা যাচ্ছে সাদা শেরওয়ানি পরে সেটে প্রবেশ করতে। কাজের ফাঁকেই সবাইকে সালাম জানিয়ে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সালমান খানকেও দেখা গেছে নিজের বুলেটপ্রুফ কাচের বেলকনি থেকে হাত নারাতে। তবে শাহরুখ খান মান্নাতের বেলকনিতে হাজির হননি এবার।