বর্তমানে বিনোদনপ্রেমী মানুষের কাছে সবচেয়ে পছন্দের কনটেন্ট হলো সিরিজ। মার্কিন, ভারতীয় কিংবা কোরিয়ান সিরিজের জয়জয়কার সব জায়গায়। বিশেষ করে উপমহাদেশের দর্শকদের কাছে বরাবরই পছন্দের ছিল ভারতীয় সিরিজ। তবে বিগত কয়েক বছরে সিরিজের জগতে বেশ বড়সর উত্থান হয়েছে পাকিস্তানি সিরিজের।
বাংলাদেশি ভক্তদের ভালোবাসা জানালেন পাকিস্তানি অভিনেত্রী
- ইউটিউব ট্রেন্ডে শীর্ষে রয়েছে ‘মিম সে মুহাব্বাত’
- এতে অভিনয় করছেন দানানির মবিন
- বাংলাদেশি ভক্তদের ভালোবাসা জানিয়েছেন তিনি
বিনোদন ডেস্ক

পাকিস্তানি নাটক-সিরিয়াল দেশটির সীমানা পেরিয়ে এখন ভারতেও দারুণ জনপ্রিয়। বাংলাদেশেও অনেক দর্শক অনলাইনে পাকিস্তানি এসব কনটেন্ট দেখেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখান উল্লেখ করেছেন যে, ‘অনেক অনেক ভালোবাসা বাংলাদেশি ভক্তদের জন্য।’ বাংলাদেশের সংবাদ স্টোরিতে শেয়ার করে মবিন লিখেছেন, ‘আমাদের সকল বাংলাদেশি ভক্তের প্রতি অগাধ ভালোবাসা।’
‘মিম সে মুহাব্বাত’ ওয়েব সিরিজ যা প্রেম, ভাগ্য এবং আকস্মিক সাক্ষাতের গল্প বলে।
সম্পর্কিত খবর

৮০০ কোটির সিনেমায় অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি, আল্লু কত?
বিনোদন ডেস্ক

‘ম্যাস’ এবং ‘ম্যাজিক’-এর মিশেল হতে যাচ্ছে এবার। জুটি হয়ে আসছেন দক্ষিণের দুই তারকা আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার। বিগ বাজেটের সিনেমা নিয়ে আসছেন তারা।
পিঙ্কভিলা বলছে, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করতে প্রস্তুত।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, ‘এই সিনেমার পারিশ্রমিক বাবদ আল্লু অর্জুনকে প্রায় ১৭৫ কোটি রুপি দেওয়া হচ্ছে। প্রযোজনা জায়ান্ট সান পিকচার্স এই প্রকল্পের লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বের চুক্তিতে রয়েছে। অন্যদিকে অ্যাটলি তার ক্যারিয়ারের ষষ্ঠ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।’
এ ছাড়াও আনুমানিক ৮০০ কোটি রুপির প্রকল্পটির নির্মাণ ব্যয় ২০০ কোটি রুপি ধরা হয়েছে ও ২৫০ কোটি রুপির ভিএফএক্সের ওপর ভিত্তি করে ক্যানভাস তৈরি করা হবে।
সূত্রটি আরও বলেছে, ‘সিনেমার নির্মাতা এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান এবং একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার করতে সব ধরনের চেষ্টা করবেন।’
এদিকে মঙ্গলবার সান পিকচার্স এক ঘোষণামূলক ভিডিও শেয়ার করে সিনেমাটির বিষয়ে কিছুটা হলেও ধারণা দেন। যেখানে কলানিথি মারান, আল্লু ও অ্যাটলিকে একসঙ্গে দেখা যায়। এরপর তাদের দেখা যায় সোজা লস অ্যাঞ্জেলেসে পা রাখতে– হলিউডের প্রথম সারির এক ভিএফএক্স সংস্থার টিমের সঙ্গে এই ছবি নিয়ে জোর আলোচনা করতেও দেখা যায় তাদের। সেখানেই আল্লু অর্জুনকে দেখা যায় একের পর এক মাস্ক ও গিয়ার ট্রাই করতে, নিজের ব্যক্তিত্বের ৩-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরোক্ষ করতে দেখা যায় তাঁকে।
এ ছবির গল্প শুনে হলিউড টিমও রীতিমতো চমকে গিয়েছেন। ‘আয়রন ম্যান ২’এবং ‘ট্রান্সফর্মাস: রাইজ অব দ্য বিটস’-এর ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগান ও স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের এই গল্প শুনে চমকে গিয়েছেন।

প্রেম-বিয়ে ও স্ত্রীকে নিয়ে ‘বিবৃতি’ দিলেন কনটেন্ট ক্রিয়েটর সিয়াম
অনলাইন ডেস্ক

বিয়ের কনফারমেশনটি আগেই দিয়েছিলন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়াম। এবার জানালেন ‘কীভাবে পরিচয়, কীভাবে বিয়ে’ তার অফিশিয়াল স্টেটমেন্ট।
গত ৫ এপ্রিল সন্ধ্যায় ফেসবুক পোস্টে বিয়ের খবর জানিয়েছিলেন এসপি ক্রিয়েশনের কর্ণধার সাইফুদ্দিন সিয়াম। স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘স্কুলের বন্ধুদের না জানিয়ে তাদের বান্ধবী কে বিয়ে করে ফেললাম।
তবে ভক্তরা তার স্ত্রীর পরিচয় বা কিভাবে পরিচয় এসব বিষয়ে জানতে চান। তাদের জন্য আজ বুধবার ‘এসপি ক্রিয়েশন’ পেজে অফিশিয়াল বিবৃতি দিয়েছেন সিয়াম।
তিনি বলেন, ‘ভাই দেখেন আমরা একই স্কুলে পড়তাম কিন্তু আমাদের মাঝে প্রেম ছিল না, এমনকি আমরা প্রেম করেও বিয়ে পর্যন্ত আগাই নাই, স্কুলে থাকতে এই মেয়েটার পছন্দ ছিলো অন্য পোলাপান, ওই লিস্টে তখন আমি ছিলাম না। কিন্তু আমি মাঝে মাঝে তার বারান্দার সামনে দাঁড়াইতাম একটু পাত্তা পাওয়ার জন্যে কিন্তু তবুও লাভ হয়ে উঠে নাই।
সিয়াম তার পোস্টে আরো বলেন, ‘তারপর আমিও আমার প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পরি, যেই প্রেমের কারণে SP-এর উৎপত্তি। দীর্ঘ ১০ ১২ বছর পর এই রোজায় হঠাৎ এই মানুষটার কথা মনে পড়ে, কিন্তু হঠাৎ কেনো মনে পড়লো তা আমার জানা নাই। আমি ভাবলাম মেয়েটা কি বিয়ে করে ফেললো কিনা। পরে খোঁজ নিয়ে জানলাম করে নাই, মেয়েটার আইডিটাও আমার কাছে ছিল না তখন, আমি আরেক বান্ধবী এর কাছ থেকে প্রোফাইল লিংক নিয়ে প্রথম মেসেজ করলাম এভাবে Are you in a relationship? please say no!!’
তিনি আরো বলেন, ‘এরপর দুই সপ্তাহ এর মধ্যেই যা হবার হয়ে যায়।
মেয়েটার অতীত বর্তমান যেভাবে গ্রহণ করেছি আমি, মেয়েটিও আমার বিষয়গুলো বুঝার চেষ্টা করেছে। মনের মিল হওয়ায় খুব একটা দেরি করিনি।’
সব শেষে সবার দোয়া চেয়ে সিয়াম লিখেছেন, ‘এখন দেখেন যেটা ভালো মনে করেন, পারলে আপনারা দোয়া কইরেন, যাতে ভালোভাবেই যায় সামনের দিনগুলো।’
স্ত্রীর ইচ্ছায় অন্য মেয়েদের সঙ্গে ভিডিও তৈরির কমিয়ে দিবেন জানিয়ে লিখেছেন, মেয়েটার একটাই দুঃখ আমি কেন অন্য মেয়েদের নিয়ে ভিডিও বানাই।

সৌমিত্রের ছেড়ে দেওয়া যে ছবি করে তারকা বনে যান অমিতাভ
বিনোদন ডেস্ক

বাংলা ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া সত্ত্বেও বলিউডে পা রাখেননি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বহু হিন্দি ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি। এই তালিকায় অন্যতম হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘আনন্দ’। যে ছবিটি রাতারাতি তারকাখ্যাতি এনে দিয়েছিল অমিতাভ বচ্চনকে।
সত্তরের দশকের কথা। পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় লিখে ফেলেছেন ‘আনন্দ’ ছবির চিত্রনাট্য।
সৌমিত্রকে বলিউডে নিয়ে আসবেন নিজের হাতে, এমনটাই ভেবে রেখেছিলেন হৃষিকেশ মুখোপাধ্য়ায়। কিন্তু ভাবনার সঙ্গে মিলল না কাজ। কিছুদিন সময় নেওয়ার পরও সৌমিত্র স্পষ্ট না করে দেন হৃষিকেশকে। অন্যান্য বাংলা ছবির সঙ্গে প্রতিশ্রতিবদ্ধ থাকার জন্যই আনন্দ ছেড়েছিলেন সৌমিত্র।
সৌমিত্রের সেই ছেড়ে দেওয়া রোল যায় অমিতাভ বচ্চনের কাছে। তখন তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার লড়াই করছেন। তাই ছবির প্রস্তাব লুফে নেন অমিতাভ। কারণ বিপরীতে রয়েছেন রাজেশ খান্না, তৎকালীন সুপারস্টার। এ সুযোগ হাতছাড়া করতে চাননি বিগ বি।
১৯৭১ সালে মুক্তি পায় হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘আনন্দ’। ইতিহাস সৃষ্টি করে এই ছবি। রাজেশ ও অমিতাভের জুটি প্রশংসিতও হয়। পুরস্কৃতও হয় দুজনে। আর এই ছবি থেকেই অমিতাভের কপাল ঘুরে যায়। বলিউডে তিনি পেতে থাকেন একের পর এক বিগ বাজেট সিনেমার অফার।
‘আনন্দ’ ছবির মুক্তির পর হৃষিকেশ মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথমে রাজ কাপুর ও উত্তম কুমারকে নিয়ে আনন্দ তৈরি করার কথা ভেবেছিলাম। তখন এই ছবির নাম ছিল ‘আনন্দ সংবাদ’।
শোনা যায়, পরবর্তীতে ‘আনন্দ’ দেখেছিলেন সৌমিত্র। ছবিটি দেখে আফসোসও করেছিলেন। তবে ডাক্তার ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অমিতাভের অভিনয় দেখে প্রশংসাও করেছিলেন তিনি। সৌমিত্র বলিউডের আর যে দুটি ছবি ছেড়েছিলেন তা হল ‘কলিযুগ’ এবং ‘পিঙ্ক’। মজার বিষয় হচ্ছে ‘পিঙ্ক’ সিনেমাটিতেও মুল ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। এতে বিচারকের ভূমিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল সৌমিত্রকে। তবে এটিও করা হয়নি তার।

‘সুচিত্রা সেন’ হবেন পায়েল
বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা বলা হয় সুচিত্রা সেনকে। এবার তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে। না কোনো সিনেমায় নয়, নাটকে।
আগামী ১৩ এপ্রিল কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ মঞ্চস্থ হবে নাটক ‘সপ্তপদী’।
এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত পায়েল সরকার বলেন, আমি চিত্রনাট্য পড়ে কোনো ছবি করলে মেকিং নিয়ে যে খুব আশাহত হয়েছি এমন নয়। তবে ছবির প্রচার ও ডিস্ট্রিবিউশন নিয়ে আশাহত হয়েছি, তবে সেটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে।
জানা গেছে, ‘সপ্তপদী’ নাটকে পায়েলের বিপরীতে থাকছেন দীপ। পায়েল যদি সুচিত্রা সেন হন, তা হলে তার উত্তম কুমার হচ্ছেন দীপ। দোলন রায়, দুলাল লাহিড়ীর মতো আরো বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই নাটকে।