<p>রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ গত বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত-শিবিরকে পুরনো শকুন বলে ব্যঙ্গ করার প্রতিবাদ জানিয়েছে রংপুর মহানগর জামায়াতে ইসলামী।</p> <p>বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর শাপলা চত্বর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আব্দুল ওয়াহেদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তার বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থার দাবি জানান রংপুর মহানগরের আমির এ টি এম আজম খান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবধান করার সময় আর নাই, ৩ উপদেষ্টাকে সারজিসের বার্তা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735206143-bc37828a74959d4b9e803b6816eecf51.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবধান করার সময় আর নাই, ৩ উপদেষ্টাকে সারজিসের বার্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461574" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, আব্দুল ওয়াহেদের এমন বক্তব্য মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মামলা, হামলা, জেল-জুলুম উপেক্ষা করে জনগণের ভোটাধিকার ও মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সব আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াতের এই ভূমিকায় ঈর্ষান্বিত হয়ে আব্দুল ওয়াহেদ এই কথা বলেছেন।</p> <p>তিনি বলেন, শুধু জামায়াত-শিবিরকে নয় ওই শিক্ষক ২৪-এর আন্দোলন নিয়েও কটাক্ষ করেছেন। তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।</p> <p>এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী ও আল আমিন হাসান, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি শরিফুল ইসলাম, মহানগর উলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।</p>