<p>চুয়াডাঙ্গায় শীত অব্যাহত রয়েছে। সকালের দিকে কুয়াশা কিছুটা থাকলেও শীতও ছিল। হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। শীতে দিনমজুর শ্রেণির মানুষদের কষ্ট পেতে হচ্ছে। অনেকে কাজ পাচ্ছেন না। ভ্যান ও রিকশা চালকরা যাত্রী পাচ্ছেন না। তাদের উপার্জন কমে গেছে। সকালের দিকে শহরে মানুষের আনাগোনা কম থাকছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসছে না।</p> <p>আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। সাথে ছিল হিমেল বাতাস। কৃষি শ্রমিকরা তীব্র শীতের কারণে দেরি করে মাঠে আসছেন। এতে কৃষিকাজে বিঘ্ন ঘটছে। অনেকে শীতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কলা বিক্রি ও অনুদানের টাকায় চলে সরকারি শিশু হাসপাতাল!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735190329-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কলা বিক্রি ও অনুদানের টাকায় চলে সরকারি শিশু হাসপাতাল!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461511" target="_blank"> </a></div> </div> <p>সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কৃষক শরীফউদ্দীন বলেন, ‘শীতের কারণে শ্রমিকরা মাঠে আসছে দেরি করে। তাদের কষ্টের কথা ভেবে কিছু বলাও যাচ্ছে না। এতে কৃষির ক্ষতি হচ্ছে। এখন বীজতলা পরিচর্যা করার সময়। রাতে কুয়াশার জমে থাকা পানি বীজতলা থেকে সরিয়ে না দিলে ক্ষতি হবে। এই কাজ করার জন্য খুব সকালে মাঠে আসা দরকার। কিন্তু শীতে ঘরের বাইরে আসাও যাচ্ছে না।’</p> <p>চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী রেখে চিকিৎসা দিতে হচ্ছে। রোগির চাপ বেশি থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্সসহ সংশ্লিষ্টদের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গফরগাঁওয়ে ড্রাম ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735189918-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গফরগাঁওয়ে ড্রাম ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461509" target="_blank"> </a></div> </div> <p>চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, এ অবস্থা আরো কিছুদিন থাকতে পারে। তারপর তাপমাত্রা আরো নিচে নেমে যাওয়ার পূর্বাভাস আছে।</p>