<p style="text-align:justify">শীত শুরু হয়েছে। বেশ কয়েকটি জেলায় শীতে জনজীবন ব্যাহত হওয়ার খবর আসছে। দেশের উত্তর ও পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকছে কিছুদিন ধরেই। পঞ্চগড় বা শ্রীমঙ্গলের মতো অঞ্চলগুলোতে তাপমাত্রা কখনো কখনো ১০ ডিগ্রির নিচেও নামছে।</p> <p style="text-align:justify">আবহাওয়াবিদরা বলছেন, পৌষের শেষার্ধ ও মাঘের প্রথমার্ধে (জানুয়ারি) এবার শীত বেশি অনুভূত হতে পারে গত বছরের তুলনায়।</p> <p style="text-align:justify">আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেছেন, ‘আমরা ধারণা করছি, গত বছরের তুলনায় এবার জানুয়ারিতে শীত তীব্র হতে পারে। আমরা ১ জানুয়ারি একটি দীর্ঘমেয়াদি পূর্বাভাসের মাধ্যমে এ বিষয়ে আরো বিস্তারিত বলব। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে, গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে জানুয়ারিতে শীত কিছুটা বেশি থাকতে পারে।’</p> <p style="text-align:justify">গত বছর শীতে দেশে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ ছিল। জানুয়ারির শুরু থেকেই সারা দেশে শীতের তীব্রতা বেশি ছিল।</p> <p style="text-align:justify">আবহাওয়া অধিদপ্তরের হিসাব বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি শীত পড়েছে ২০১৮ সালে।</p> <p style="text-align:justify">ওই বছরের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।</p> <p style="text-align:justify">একই দিনে সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২.৯ ডিগ্রি।</p> <p style="text-align:justify">এ ছাড়া নীলফামারীর ডিমলায় ৩ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৩.১ ডিগ্রি এবং দিনাজপুরে ৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।</p> <p style="text-align:justify">ওই দিন রংপুর বিভাগের আট জেলার সব কটিতেই সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে বছর দফায় দফায় তীব্র শৈত্যপ্রবাহও বয়ে যেতে দেখা গিয়েছিল।</p> <p style="text-align:justify">এ ছাড়া ২০১৩ সালে ১০ জানুয়ারি সৈয়দপুরে ৩ ডিগ্রি এবং ২০০৩ সালের ৯ জানুয়ারি রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৪ ডিগ্রি রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।</p> <p style="text-align:justify">তারও আগে ১৯৯৬ সালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।</p> <p style="text-align:justify">এর বাইরে ২০১৯ সালে তেঁতুলিয়ায় ৪.৯ ডিগ্রি, ২০১১ সালের ১২ জানুয়ারি যশোরে ৪.৫ ডিগ্রি এবং ২০১৭ সালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।</p>