<p>কোরবানির ঈদে সিনেমা হলে ‘তুফান’ উঠেছিল। সেই তুফান নেমে এলো রাজপথেও। বহু বছরের চর্চিত রাজনৈতিক দাবি ‘ঈদের পর আন্দোলন’, অবশেষে এ বছর জুলাইয়ে সেটার সফল মঞ্চায়ন হলো। জুলাই-আগস্টের উত্তাল দিনগুলোর সঙ্গে যোগ হলো বন্যা, মানুষ আর বিনোদনমুখী হয়নি।</p> <p>না গান, না নাটক, না চলচ্চিত্র—কোনো কিছুরই খবর রাখেনি সাধারণদের কেউ। ভিউ খরায় কেটেছে শোবিজের সব অঙ্গন। শুটিং, রেকর্ডিং, কনসার্ট—সব বন্ধ। পর্দার মানুষরাও মাথায় লাল-সবুজের পতাকা বেঁধে নেমে এসেছে রাজপথে। সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত চলল সেই ধারা। তাই দেশের শোবিজের বছরটা কার্যত আট মাসের, ১২ মাসের নয়।</p> <p>মজার ব্যাপার হলো, এই ভাঙা বছরেও ছবি মুক্তি পেয়েছে ৫০টি! আগের বছর যেখানে ছিল ৫১। তুলনা করলে সংখ্যাটা বেশিই। তালিকায় এমনও ছবি আছে, যেগুলোর মুক্তির খবর গণমাধ্যম জানেই না! স্রেফ মুক্তি দেওয়ার জন্যই দেওয়া। সঙ্গে যুক্ত হয়েছে নতুন ‘তামাশা’! ওটিটির জন্য কনটেন্ট বানিয়ে হঠাৎ সিদ্ধান্তে সেটা চলে এসেছে সিনেমা হলে, এটা তামাশা নয় তো কী! দুই ঈদেই এসেছে ১৭টি, সংখ্যা বাড়ার নেপথ্যে এটাও কারণ। সে যা-ই হোক, সংখ্যা বাড়লেও সফল ছবির সংখ্যা বাড়েনি। বিশেষ করে জোড়া ছবির দেখা মেলেনি। আগের দুই বছর পাল্লা দিয়ে হলে চলেছে দুই জোড়া ছবি—‘পরাণ’-‘হাওয়া’ ও ‘প্রিয়তমা’-‘সুড়ঙ্গ’।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে দেখা ২০২৪, বছরজুড়ে নক্ষত্রের বিদায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735035507-003a2d077d5a5ccc7f1c21fa6a440ced.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে দেখা ২০২৪, বছরজুড়ে নক্ষত্রের বিদায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460838" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে দেখা ২০২৪, ভারতের শীর্ষ আয়কারী ৫ সিনেমা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734940689-b61ac5f798102d653fad4632e51031cd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে দেখা ২০২৪, ভারতের শীর্ষ আয়কারী ৫ সিনেমা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/23/1460462" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে দেখা ২০২৪, সিক্যুয়ালেই সাফল্য জুটেছে হলিউডে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734951181-93e15c0bf62683d8bdfac34ef8fd7fcd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে দেখা ২০২৪, সিক্যুয়ালেই সাফল্য জুটেছে হলিউডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/23/1460510" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>এ বছর তেমনটা হয়নি। বছরটা শুধুই ‘তুফান’ময়। শুরুতে আশা জাগিয়েও আগের বছরের ‘প্রিয়তমা’ হতে পারেনি ‘রাজকুমার’। এ দুটি ছাড়াও বেশ কিছু ভালো ছবি এসেছে এ বছর, দর্শক সেগুলোকে পর্যাপ্ত ভালোবাসা দেয়নি। ‘তুফান’ নিয়ে দু-চারটা কথা বলতেই হয়। বেশ কয়েক বছর ধরেই এ ধরনের ‘নৃশংস দৃশ্যসংবলিত’ ছবির কদর হলিউড-বলিউডে লক্ষ্য করা গেছে। ‘এনিম্যাল’, ‘পুষ্পা’, ‘জন উইক’-এর মতো ছবি তো ম্যালা পুরস্কারও জিতে নিয়েছে। সেই ঘরানার রায়হান রাফীয় সংস্করণ ‘তুফান’। বিগত কয়েক বছরে ভারতের সঙ্গে জোট বেঁধে ঢাকাই ছবির একটা ভিন্ন চেহারা দেওয়ার চেষ্টা চলেছে। <br /> যৌথপ্রযোজনায় বড় বাজেটের বেশির ভাগ ছবিই হয়েছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার তত্ত্বাবধানে। ব্যতিক্রম ‘তুফান’। এই ছবির নাটাই রায়হান রাফীর হাতেই ছিল। শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরীর মিশেলে ভালো আওয়াজ উঠেছে। বাংলাদেশের বাণিজ্যিক ছবির আলাদা চেহারা দেখেছে বিশ্ব। এই চেহারা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে তর্কবিতর্ক থাকতে পারে। তবে ‘দুষ্টু কোকিল’টা ঠিকই ডেকেছিল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সে কোকিলটাকে আপাতত দূরে সরিয়ে দিয়েছে। দুই বাংলার চলচ্চিত্রের একজোট হয়ে হাঁটার যে দাবি, সেটা কারো কারো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ‘দুষ্টু ডাক’ই। ওপার বাংলায় ‘তুফান’ সেভাবে চলেনি এটা ঠিক; তবে চর্চায় ছিল, একটা ছাপ রাখতে পেরেছে। যার প্রভাবও পড়তে শুরু করেছিল দুই বাংলার সিনেপরিকল্পনায়। এ রকম বেশ কিছু পরিকল্পনা ভেস্তে গেছে। দেবের ডাকে ওপারে যেতে পারেননি তাসনিয়া ফারিণ। রাফীকে নিয়ে জিতের ছবি হচ্ছে-হবে করছে, ক্লিয়ারকাট ঘোষণা আসছে না। এপার-ওপারের বেশ কয়েকজন অভিনয়শিল্পী ভিসা জটিলতায় বর্ডার ক্রস করেননি, রাজিও হননি। সেপ্টেম্বরে সুনেরাহ বিনতে কামাল যেমন কালের কণ্ঠে বলেছিলেন, ‘ভারতে একটি কাজের কথা হয়েছিল। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে আমি সেটা ছেড়ে দিয়েছি। কারণ আমি এখন ভারতে গিয়ে কাজ করলে দেশের মানুষ পছন্দ করবে না।’ এদিকে ওপারে জয়া-চঞ্চলদের বয়কটের ডাকও দিয়েছে সেখানকার বিজেপি নেতারা।</p> <p><img alt="দুষ্টু কোকিল ডেকেছিল" height="302" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12%20December/26-12-2024/kk--9--26-12-2024-13.jpg" width="500" /></p> <p>জুলাই আন্দোলনের অন্যতম সহায়ক হাতিয়ার হয়ে উঠেছিল গান। আন্দোলনের বিভিন্ন ভিডিওচিত্রে পুরনো গান ‘শোনো মহাজন’ কাঁপন ধরিয়েছিল অনেকের মনে। র‌্যাপ ‘কথা ক’, ‘আওয়াজ উডা’য় উদ্বুদ্ধ হয়েছে বহু তরুণ। ‘চলো ভুলে যাই’, ‘ভয় বাংলা’, ‘ও প্রধান’ গানগুলোও প্রেরণা দিয়েছে বিপ্লবীদের। আন্দোলন-পূর্ব বছরের প্রথমার্ধ্বে চলচ্চিত্রের বেশ কয়েকটি গান বাজিমাত করেছে এবার। কোক স্টুডিও বাংলা তৃতীয় মৌসুমে এসে ঝিমিয়ে পড়েছে। বছরের প্রথমার্ধ্বে ‘মা লো মা’, ‘তাঁতী’ আর ‘অবাক ভালোবাসা’ নিয়ে এলেও দ্বিতীয়ার্ধ্বে একেবারে নীরব তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আসি আসি করেও এলো না তারা!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735014059-55e0a33cb42c53518ee9b374ed13c82b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আসি আসি করেও এলো না তারা!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460763" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বছরজুড়ে ঝড় তুলেছিল যে ১০ গান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735122159-fe4b6ac8322918cb0e7ad7255073ed63.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বছরজুড়ে ঝড় তুলেছিল যে ১০ গান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/25/1461210" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>ওটিটিতে এ বছরটা একেবারে গড়পড়তা। ভালো কিছু কাজ হয়েছে, তবে আলোড়ন তোলার মতো ছবি-সিরিজ কমই। থ্রিলার আর যৌনতা এই মাধ্যমে বেশ বিকোয়, এ বছর এর বাইরের কিছু কনটেন্ট পাওয়া গেছে। রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে বেশ।</p> <p>টিভি নাটকের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। ‘টিভি নাটক’-এর বদলে এখন ‘ইউটিউব নাটক’ বললেই বরং সুবিচার হয়। কারণ নাটক এখন ইউটিউব চ্যানেলওয়ালারাই বেশি নির্মাণ করেন। ভালোবাসা দিবস আর দুই ঈদ ছাড়া বিশেষ দিনগুলোকে টার্গেট করে এখন আর নাটক নির্মিত হয় না। বছরের সেরা পাঁচ নাটক খুঁজতে রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে। নাম দেখেই মনে হয়, ভিউ টার্গেট করে বানানো। অভিনয়শৈলী, গল্প, শিল্পমান—এসবের বালাই নেই। হাস্যরস ভালো, অহেতুক হাস্যরক ভালো লাগে কাঁহাতক।</p> <p><img alt="দুষ্টু কোকিল ডেকেছিল" height="498" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12%20December/26-12-2024/kk--10--26-12-2024-13.jpg" width="500" /></p> <p><img alt="দুষ্টু কোকিল ডেকেছিল" height="364" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12%20December/26-12-2024/kk--11--26-12-2024-13.jpg" width="500" /></p> <p><img alt="দুষ্টু কোকিল ডেকেছিল" height="216" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12%20December/26-12-2024/kk--12--26-12-2024-13.jpg" width="500" /></p> <p><strong>আলোচিত জন</strong></p> <p>‘আলো আসবেই’, এটি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপের নাম। ছাত্র-জনতার বিজয়ের ঠিক এক মাস পর অন্তর্জালে ফাঁস হলো এর স্ক্রিনশট। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে গ্রুপটিতে ছিলেন শোবিজের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী। আন্দোলন চলাকালে সেখানে বিভিন্ন রকম আলাপ করেছেন তাঁরা। অরুণা বিশ্বাস, সোহানা সাবা, রিয়াজ, ফেরদৌস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টিসহ অনেকেই দলীয় সিদ্ধান্ত মেনে ছাত্রদের আন্দোলনের বিপক্ষে বলেছেন। বিশেষ করে অরুণা বিশ্বাসের সংলাপ ‘গরম জল ঢেলে দাও’ তো বেশ সমালোচিত হয়েছে। সাবেক সরকারের নেতাদের তখন হদিস নেই, ঠিক সেই সময়ে আওয়ামী সমর্থক শিল্পীদের এসব স্ক্রিনশট নিয়েই তামাশা আর বিদ্রুপে মেতে উঠল অনেকেই।</p> <p><strong>অসময়ে ওপারে</strong></p> <p>টিভি নাটক ও ওটিটির কল্যাণে বাংলাদেশের অভিনয়শিল্পীদের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। কয়েক বছর ধরেই ওপারের চলচ্চিত্রে অভিনয়ের ডাক পড়েছে তাঁদের। জয়া আহসানের পর মোশাররফ করিম, তাসনিয়া ফারিণরা অভিনয় করেছেন সেখানকার চলচ্চিত্রে। এ বছর সেখানে অভিষেক হয়েছে চঞ্চল চৌধুরী ও জিয়াউল ফারুক অপূর্বর। সৃজিত মুখার্জির ‘পদাতিক’-এ চঞ্চল হয়েছেন মৃণাল সেন, আর প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’তে অপূর্ব মন্দলোক। মুক্তির পর এবার আর এপারে খুব বেশি আলোচনা হয়নি তাঁদের নিয়ে। কারণ সময়। রাজনৈতিক টানাপড়েনে দুই দেশের সম্পর্কের বলি হয়েছে তাঁদের এই সাফল্য।</p> <p> </p> <p><strong>পাকিস্তানি শিল্পীর কণ্ঠে শুনি হিন্দি গান</strong></p> <p>আতিফ আসলামরা আগেও এসেছেন। তবে ৫ আগস্টের পর হঠাৎ করেই দেশে পাকিস্তানি কণ্ঠশিল্পীর কনসার্ট বেড়ে গেল। গত চার মাসে আতিফ ছাড়াও এসেছেন আব্দুল হান্নান ও রাহাত ফতেহ আলী খান। এসেছে ব্যান্ড জাল, সামনে আসবে কাবিশ। এ মাসে রাহাত গাইলেন দুই আয়োজনে। সাধারণত কনসার্টের মৌসুমে ভারতের জনপ্রিয় শিল্পীরা আসেন ঢাকায়। এবার তাদের জায়গা নিল পাকিস্তানি শিল্পীরা। মজার বিষয়, মঞ্চে তাঁরা বেশির ভাগই গেয়েছেন হিন্দি গান। রাহাত-আতিফরা অবশ্য বলিউডে গেয়েই জগজ্জোড়া খ্যাতি পেয়েছেন। শ্রোতাদের আবদার তাই সেসব গানেই। দর্শকসারিতে বসে সেসব গানে দোল খেয়েছেন রাজনীতির অনেক চেনা মুখও।</p> <p><sub>২০২৪ সালের সালতামামি তৈরি ও তথ্য সংগ্রহ করেছেন দাউদ<strong> হোসাইন রনি</strong>, সুদীপ<strong> কুমার দীপ</strong>, কামরুল<strong> ইসলাম</strong> ও হৃদয়<strong> সাহা।</strong></sub></p>