<p style="text-align:justify">জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৬ ডিসেম্বর, ২০২৪ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।</p> <p style="text-align:justify"><strong>মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):</strong> কাজে দায়িত্ব বাড়বে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পাবেন। প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হতে পারে। আপনার অনুভূতিগুলো সততার সঙ্গে প্রকাশ করুন এবং আপনার সঙ্গীর প্রয়োজনগুলোও শুনুন।</p> <p style="text-align:justify"><strong>বৃষ (২১ এপ্রিল-২০ মে):</strong> কাজে উন্নতির যোগ প্রবল। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। সামান্য বুদ্ধি প্রয়োগ করলেই শুভ ফলের আশা। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন।</p> <p style="text-align:justify"><strong>মিথুন (২১ মে-২০ জুন):</strong> বিশেষ প্রচেষ্টায় সাফল্যের যোগ রয়েছে। কর্মপ্রার্থীদের কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। পেশাজীবীরা অপছন্দের কাজ থেকে বিরত থাকুন।</p> <p style="text-align:justify"><strong>কর্কট (২১ জুন-২০ জুলাই):</strong> সামাজিক কাজে সম্মান বাড়বে। বিনোদনের জন্য ভালো দিন। প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হতে পারে। সৃজনশীল কাজে আনন্দ পাবেন। সামান্য বুদ্ধি প্রয়োগ করলেই শুভ ফলের আশা। রোমান্স শুভ।</p> <p style="text-align:justify"><strong>সিংহ (২১ জুলাই-২১ আগস্ট):</strong> কোনো শুভ প্রচেষ্টার জন্য দিনটি শুভ। বর্তমান পরিস্থিতি পরিবর্তনের সুযোগ আসবে। সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন। পরিবারের মানুষের কাছে আপনার সততার পরিচয় দিতে পারবেন।</p> <p style="text-align:justify"><strong>কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):</strong> কোনো কাজে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। কল্যাণমূলক কাজে অগ্রগতি হবে। দিনটিকে ভালো করতে আপনি আপনার লুকানো গুণাবলি ব্যবহার করুন।</p> <p style="text-align:justify"><strong>তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):</strong> আপনার কাজে অন্যদের সমর্থন পাবেন। বিরূপ পরিস্থিতিকেও অনুকূলে নিয়ে আসতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে ঋণ গ্রহণের প্রচেষ্টায় অগ্রগতি হবে। আটকে থাকা ব্যাবসায়িক কর্মকাণ্ডে অর্থের জোগান পাওয়া সহজ হবে।</p> <p style="text-align:justify"><strong>বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর):</strong> বিশেষ প্রচেষ্টায় সাফল্যের যোগ রয়েছে। নিজের কাজে অন্যকে খুশি করতে পারবেন। পুরনো সমস্যা সমাধানের পথ পাবেন। সাফল্য লাভের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে অগ্রসর হতে হবে। বিতর্ক এড়িয়ে চলুন।</p> <p style="text-align:justify"><strong>ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):</strong> কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। সামাজিক কাজে অন্যদের সমর্থন পাবেন। আপনার চারপাশে কী ঘটছে, তার প্রতি নজর রাখুন। অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকুন। সময়ের সদ্ব্যবহার করুন।</p> <p style="text-align:justify"><strong>মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):</strong> কাজে উন্নতির যোগ আছে। ব্যবসায়ীদের অর্থভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। তাড়াহুড়া করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। সব কাজ বিচক্ষণতার সঙ্গে করতে হবে।<br />  <br /> <strong>কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):</strong> নতুন যোগাযোগে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে পারেন। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। সাহসী পদক্ষেপে পরিকল্পনা বাস্তবায়ন করুন। শুভ সময়ের সদ্ব্যবহার করুন। আনন্দে থাকুন।</p> <p style="text-align:justify"><strong>মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):</strong> কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাবেন। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসতে পারে। কারো সহায়তায় সাময়িক সমস্যার সমাধান হতে পারে।</p> <p style="text-align:justify">আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ। যোগাযোগ: ০১৭১১০৫৭৩৭৭ ই-মেইল: amasud9995@gmail.com www.astrologerahmedmasud.com</p>