<p>লালমনিরহাটের হাতীবান্ধায় বিজেতা সিডস কম্পানির বাহুবলী ৫৫৫ ভুট্টার বীজ কিনে প্রতারিত হয়েছেন কয়েক শ কৃষক। বীজ থেকে চারা না হওয়ায় কান্না থামছে না তাদের। এতে তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে ডিলারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর অফিসও তালাবদ্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।</p> <p>কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ১৩ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেতন ১৩ হাজার, প্রেমিকাকে দিলেন বিলাসবহুল ফ্ল্যাট, চড়েন বিএমডব্লিউ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735223565-fd346b0f2cb93e2c2631eb06d9ee3dfe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেতন ১৩ হাজার, প্রেমিকাকে দিলেন বিলাসবহুল ফ্ল্যাট, চড়েন বিএমডাব্লিউ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/26/1461671" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, এই এলাকায় ভুট্টার চাষ ভালো হয়। দিন দিন ভুট্টার চাষ বৃদ্ধি পাচ্ছে। এই এলাকার মানুষের ভাগ্যেরও পরিবর্তন ঘটেছে ভুট্টা চাষ করে। কিন্তু গত কয়েক বছর কিছু অসাধু ব্যবসায়ী ও কম্পানি খারাপ বীজ সরবরাহ করছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। কখনো বীজ থেকে চারা গজাচ্ছে না, আবার কখনো বীজ থেকে চারা হয়ে গাছ হলেও তাতে ফল হচ্ছে না। এ বছর বিজেতা সিডস কম্পানির বাহুবলী ৫৫৫ ভুট্টার বীজ কিনে প্রতারিত হয়েছেন কয়েক শ কৃষক। বীজ থেকে চারা না হওয়ায় কান্না থামছে না তাঁদের। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735222191-62bf1edb36141f114521ec4bb4175579.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461668" target="_blank"> </a></div> </div> <p>সরেজমিনে গিয়ে দেখা যায়, শুধু ধু ধু মাঠ, জমিতে কোনো চারা নেই। গত এক সপ্তাহে বীজ থেকে একটি চারাও গজায়নি। এতে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। </p> <p>এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দুলাল হোসেন বলেন, বিষয়টি জানা নেই। কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।</p>