<p>বাংলাদেশে বহুবারই খেলতে এসেছেন সাঈদ আজমল। খেলেছেন বিপিএলেও। তবে এবার এসেছেন ভিন্ন পরিচয়ে। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে বিপিএলের ১১তম আসরে এসেছেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার।</p> <p>বাংলাদেশে আসতে সব সময় মুখিয়ে থাকেন বলে জানিয়েছেন আজমল। সিলেটে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের সাবেক স্পিনার বলেছেন, ‘বাংলাদেশ পাকিস্তানের মতোই। আমি সব সময় এখানে আসতে মুখিয়ে থাকি। এখানে সব সময় ভালো ক্রিকেট খেলেছি। যে ক্রিকেটটা খেলেছি সেটার পজিটিভ মাইন্ড তরুণ ক্রিকেটারদের সাথে শেয়ার করছি, বিশেষ করে স্পিনারদের।’</p> <p>বাংলাদেশের আতিথেয়তা উপভোগ করেন বলেও জানিয়েছেন আজমল। ৪৭ বছর বয়সী ঢাকার মেন্টর বলেছেন, ‘আমি বিপিএল খেলেছি। বাংলাদেশে অনেক ক্রিকেট খেলেছি। দুটি বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলেছি। যখনই এখানে আসি উপভোগ করি। এখানে অনেক ভালোবাসা পাওয়া যায়। দর্শকদের উন্মদনা দারুণ, বাইরে গেলে ছবি তুলতে চায়, সব সময় এগুলো উপভোগ করি।’</p> <p>খেলোয়াড় হিসেবে বিপিএলে দুই আসরে খেলেছেন আজমল। টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন তিনি। আরেকবার খেলেছেন ২০১৬ সালে চিটাগাং ভাইকিংসের হয়ে। ঢাকার নাম বদলে গেলেও পুরনো দলের মেন্টর হতে পেরে খুশি তিনি। তিন সংস্করণ মিলিয়ে ৪৪৭ উইকেটের মালিক বলেছেন, ‘ঢাকার সঙ্গে যুক্ত হয়েছি, তাদের হয়ে আগেও বিপিএল খেলেছি। মেন্টর হিসেবে জয়েন করতে পেরে অনেক ভালো লাগছে।’</p> <p> আগামীকাল সিলেট পর্ব শুরু হওয়ার আগে ঢাকার ক্যাম্পে যোগ দিয়েছেন আজমল। ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে তিন ম্যাচই হেরেছে নায়ক শাকিব খানের ফ্র্যাঞ্চাইজি। আজমল আসায় দলের জয় ভাগ্য কত দ্রুত পাবে ঢাকা সেটাই এখন দেখার বিষয়। আগামী ৭ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্ব শুরু করবে ঢাকা।</p>