<p style="text-align:justify">কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় এক মা হাতির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বাচ্চা হাতিটিকে (শাবক) উদ্ধার করেছে বন বিভাগ।</p> <p style="text-align:justify">আজ রবিবার বিকেলে উপজেলার হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহিন পাহাড় থেকে হাতির শাবকটি উদ্ধার করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হোয়াইক্যং বন রেঞ্জ  কর্মকর্তা মো. মিনার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে বনকর্মীরা জানতে পারেন যে হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহিন পাহাড়ে একটি মা হাতির বাচ্চা প্রসবের সময় মৃত্যু হয়েছে।</p> <p style="text-align:justify">এ খবর পেয়ে রবিবার বিকেলে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছান। ঘটনাস্থল থেকে হাতির শাবকটি উদ্ধারের পর বন বিভাগের অফিসে নেওয়া হয়। মৃত হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে।</p> <p style="text-align:justify">উদ্ধার হওয়া হাতির শাবকটিকে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হবে বলেও জানান তিনি।</p>