<p style="text-align:left"><span style="color:#c0392b"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নদী টিটি পাখি মূলত নদীর তীরে ও চরেই বসবাস করে এবং নদীর তীরেই বিচরণ করে। এরা বাংলাদেশের দুর্লভ জলচর আবাসিক পাখি। সচরাচর একাকী কিংবা জোড়ায় চলে। কদাচিৎ ছোট দলে দেখা যায়</span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীর পদ্মার চরে তখন পড়ন্ত দুপুর। শীতের সময়ে বেলাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। পাখিরাও ব্যস্ত হয়ে যায়। তখন একদল পরিযায়ী পাখি নদীর চরে খাবার খাচ্ছে। এ সময় দূর থেকে উড়ে এলো দুটি সুন্দর পাখি। উড়ে এসে চরের ভূমিতে বসার পর কেবলই হাঁটছে এবং মাঝে মাঝে উচ্চৈঃস্বরে ডাকছে। তাদের মাথায় কালো রঙের পালকের ঝুঁটি। লেজের কাছের পালক কালো এবং দেহে ধুলি-বাদামি পালকের সমাহার। পা দুটি বেশ লম্বা। এরই মধ্যে আরো একটি নদী টিটি পাখি উড়ে এলো পদ্মার চরে। মোট তিনটি পাখির আচার-আচরণ পর্যবেক্ষণ করলাম অনেকক্ষণ ধরে। পাখি তিনটির চেহারা অভিন্ন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নদী টিটি পাখিরা মূলত নদীর তীরে ও চরেই বসবাস করে এবং নদীর তীরেই বিচরণ করে। এরা বাংলাদেশের জলচর আবাসিক পাখি। সচরাচর একাকী কিংবা জোড়ায় চলে। কদাচিৎ ছোট দলে দেখা যায়। নদী টিটি বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখিও বটে। দেশের প্রধানত গঙ্গা, পদ্মা, গড়াই, যমুনা নদীর চরেই দেখা যায়। তবে পাহাড়ি এলাকার নদীর তীরে তাদের মাঝেমধ্যে দেখা যায়। তবে সম্ভবত সংখ্যায় কম থাকে। ২০০৮ সালে বান্দরবানের রুমা উপজেলার কাছে সাঙ্গু নদের তীরে প্রথম দুটি নদী টিটি দেখেছিলাম। এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বান্দরবানের থানচি উপজেলার গভীর বনের ভেতর দিয়ে বয়ে চলা সাঙ্গু নদের চরে আরো একটি নদী টিটি পাখি দেখছি। সাঙ্গু নদের জল স্বচ্ছ এবং কম থাকায় এ পাখিদের খাবার খুঁজে পাওয়া অপেক্ষাকৃত সহজ। পর্যবেক্ষণ করে সেটাই বোঝা গেল। সিলেট এলাকার খরস্রোতা নদ-নদীতেও মাঝেমধ্যে দু-একটি নদী টিটি পাখি দেখা যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাদী টিটি বা গাঙ টিটি মাঝারি আকারে পাখি। দেহ প্রায় ২৯ থেকে ৩২ সেন্টিমিটার লম্বা হয়। নদী টিটি নদীর তীরে হেঁটে ঠোকর দিয়ে খাবার ধরে খায়। খাদ্যতালিকায় আছে জলজ পোকা, চিংড়ি, কেঁচো, ছোট ব্যাঙ ও ব্যাঙাচি। নদীর চরে জমে থাকা জলের কাছে এরা প্রায়ই ব্যাঙাচির খোঁজ করে। খুব ভোরে এবং গোধূলিবেলায় বেশি কর্মচঞ্চল থাকে। তা ছাড়া পূর্ণিমার রাতের আলোয় এরা নদীর তীরে কর্মচঞ্চল হয়। এরা ধীরগতিতে ডানা ঝাপ্টে ওড়ে। তীক্ষ কণ্ঠে ডি...ডি... শব্দে ডাকে। এ পাখির ইংরেজি নাম রিভার ল্যাপউইং।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্চ থেকে জুন মাস নদী টিটির প্রজননকাল। নদীর তীরে বালু আঁচড়ে বাসা বাঁধে এবং দুই-তিনটি ডিম পাড়ে। ডিম জলপাই রঙের। গাঙ টিটিদের ভারতীয় উপমহাদেশ থেকে পূর্ব দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিচরণ রয়েছে। উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বেশির ভাগ নদী এলাকার অংশ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে ভিয়েতনাম পর্যন্ত এদের বিচরণ এলাকা বিস্তৃত। জানা মতে নদী টিটি কুষ্টিয়ার গড়াই নদীর তীরে প্রতিবছর বাসা বাঁধে। কিন্তু নদীর তীরে মানুষ ও গৃহপালিত কুকুরের চলাচল বেড়ে যাওয়া এবং শিকারের ফলে এদের প্রজনন বিঘ্নিত হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক : নিসর্গ ও পরিবেশবিদ, জার্মান অ্যারোস্পেস সেন্টার</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>