<p>রাজশাহীতে শুরু হয়েছে ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫। গতকাল রবিবার বিকেলে রাজশাহী কলেজ মাঠে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।</p> <p>উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহমেদ, এনডিসি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী এবং রাজশাহী বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ।</p> <p>উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।</p> <p>এই উদ্যোক্তা মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।</p>