<p>রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দবানে যাতে অবৈধ ইটভাটা চলতে না পারে, সে জন্য তিন জেলা প্রশাসকদের এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।</p> <p>রবিবার (৫ জানুয়ারি) এসংক্রান্ত এক আবেদনে শুনানির পর বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তানিম খান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়ার খোঁজ মিলেছে!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1736006481-14ae50b615b5a18e92e0510d28db8d54.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়ার খোঁজ মিলেছে!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/04/1464940" target="_blank"> </a></div> </div> <p>আইনজীবী মনজিল মোরসেদ কালের কণ্ঠকে বলেন, ‘অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ইট উৎপাদনের মৌসুম। এই সময়ের মধ্যে সারা দেশে অসংখ্য অবৈধ ইটভাটা কার্যক্রম শুরু করে থাকে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। সে জন্য অবৈধ ইট ভাটাগুলো যাতে কার্যক্রম শুরু করতে না পারে, সেই নির্দেশনা চেয়ে আবেদন করেছিলাম। শুনানির পর আদালত তিন জেলার জেলা প্রশাসককে সেই নির্দেশনা নির্দেশ দিয়েছেন।’ </p> <p>পদক্ষেপ নেওয়ার দুই সপ্তাহের মধ্যে আদালতে আদেশ বাস্তবায়নের প্রতিবেদন দিতে তিন জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিত্যপণ্যে ভয় ধরাচ্ছে ডলার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736013910-f5ee4126b1ad99275c23270f27510183.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিত্যপণ্যে ভয় ধরাচ্ছে ডলার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/first-page/2025/01/05/1465015" target="_blank"> </a></div> </div> <p>তিন পার্বত্য জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর ওই বছর ২৫ জানুয়ারি রুলসহ আদেশ দেন উচ্চ আদালত। অন্তর্বর্তী আদেশে এই তিন জেলার অবৈধ ইটভাটা বন্ধের পাশাপাশি অবৈধ ইটভাটার তালিকা আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।</p> <p>নির্দেশনা অনুসারে তিন জেলা প্রশাসক ১৩০ অবৈধ ইটভাটা ও আনুষঙ্গিক স্থাপনার তালিকা দাখিল করেন। সেই তালিকা দেখে হাইকোর্ট এসব ইটভাটা ছয় সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে দেন। সেই সঙ্গে ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর ১৪ ও ১৯ ধারা অনুযায়ী অবৈধ ইটভাটা পরিচালনাকারীদের বিরুদ্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। এই আদেশের পর ২০২৩ সালে তিন পার্বত্য জেলায় অননুমোদিত, অবৈধ ইটভাটা উচ্ছেদের নোটিশ দিলে তা চ্যালেঞ্জ করে কয়েকজন ভাটা মালিক হাইকোর্টে একাধিক রিট করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পায়নি ঢাকা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736015588-6b52b0ec14b449875b2dce1cba2eab18.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পায়নি ঢাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/news/2025/01/05/1465062" target="_blank"> </a></div> </div> <p>প্রাথমিক শুনানির পর ওই বছর ১৬ ফেব্রুয়ারি সেসব রিট খারিজ করে দেন হাইকোর্ট। এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে দুটি আবেদন করে ভাটা মালিকরা। শুনানির পর আপিল বিভাগ আবেদন দুটি নিষ্পত্তি করে রায় দেন। সর্বোচ্চ আদালতের এই রায়ের পরও কিছু অননুমোদিত ইটভাটা চালু রাখা হয়। গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে ওই বছর ১৯ জুন তিন জেলা প্রশাসককে আইনি নোটিশ পাঠান রিটকারী পক্ষ। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নিজ নিজ জেলার অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়। </p> <p>আবেদনে উল্লেক করা হয়েছে, চলতি মৌসুমে ফের কিছু অবৈধ ইটভাটা চালু হয়েছে। চালু করার পথে রয়েছে আরো কিছু অবৈধ ইটভাটা। এসবের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় এবং আদালতে এসংক্রান্ত কোনো প্রতিবেদন দাখিল না করায় এইচআরপিবির পক্ষে এই আবেদনটি দাখিল করা হয়।</p>