<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেই পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন দুই ব্যক্তি। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জ : হাইওয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে কুয়াশাচ্ছন্ন মহাসড়কে হাসাড়া যাত্রী ছাউনির সামনে ঢাকামুখী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৬৪৮০) একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেল্পার রাকিব (২৫) ও সুপারভাইজার সবুজ (৩৫) মারা যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হন। নিহতরা হলেন আব্দুল্লাহ পরিবহনের হেল্পার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের বাসিন্দা জীবন (৪৪) এবং সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী রায়হান (২৭)। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাইবান্ধা : গোবিন্দগঞ্জে ইট ভাঙার ট্রলির সঙ্গে সংঘর্ষে জাহিদ হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বগুড়ায় একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে পশ্চিম চারমাথা এলাকায় গতকাল এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালুগাড়ী গ্রামের সোলেমান আলীর পুত্র। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ইট ভাঙার ট্রলিটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিরসরাই (চট্টগ্রাম) : দাদার সঙ্গে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে ফেরার পথে গাড়িচাপায় নিহত হয় চার বছরের শিশু তানভীর হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া বদিউল্লাহ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত তানভীর বদিউল্লাহপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের একমাত্র পুত্র। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গাড়িচাপায় মুমূর্ষু তানভীরকে উদ্ধার করে মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-family:"Times New Roman","serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ (আঞ্চলিক) : সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক আওয়ামী লীগ নেতা ফজলুল করিম রতন (৫৫) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ডে। </span></span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-family:"Times New Roman","serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত রতন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং জাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে ঈশ্বরগঞ্জের কাহেদগ্রামে নিজ বাড়িতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। </span></span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জ : রেললাইন ধরে হাঁটার সময় বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার ঢালারচরগামী ট্রেনের ধাক্কায় ইব্রাহীম খলিলুল্লাহ(২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেলস্টেশন কর্তৃপক্ষ ও সদর থানা পুলিশ সূত্র জানায়, মাথায় ও হাতে আঘাত পেয়ে ঘটনাস্থলে আহত হন ইব্রাহীম। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত ইব্রাহীম কিছুটা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে সূত্রগুলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোর : লালপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুর রেলগেটসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন উপজেলার কেশবপুর গ্রামের আকের মণ্ডলের ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আজিমনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>