গ্রাহকদের কোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার লালমাই উপজেলার এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেটের ম্যানেজার কার্তিক চন্দ্র বণিকের (২৬) বিরুদ্ধে। গত ছয় দিন ধরে দোকান বন্ধ রেখে তিনি পলাতক রয়েছেন। ক্ষতিগ্রস্তরা টাকা ফেরতের দাবি জানিয়েছে। জানা যায়, চার-পাঁচ বছর আগে হরিশ্চর বাজারের মোস্তফা কামাল মজুমদার সুজন তাঁর দোকানের পাশের একটি কক্ষে এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেট চালু করে কার্তিক চন্দ্র বণিককে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন।
ব্যবসায়ী, কর্মচারীরা ছাড়াও স্থানীয় হরিশ্চর, খলিলপুর, জগত্পুর, বাকই এলাকার মানুষ সুজনের অনুরোধে এজেন্টে টাকা জমা দিতে থাকেন। কিন্তু গত ১৬ মার্চ দুপুরে গ্রাহকরা দোকানে এসে দেখেন গেটে তালা ঝুলছে। লালমাই থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, কার্তিক চন্দ্র বণিক নামের এক যুবক নিখোঁজ হয়েছেন মর্মে তাঁর বাবা থানায় জিডি করেছেন। তাঁর সর্বশেষ অবস্থান পেয়েছি পঞ্চগড় জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায়।
এনআরবিসি ব্যাংক, লাকসাম শাখার ব্যবস্থাপক নাজমুল হাসান বলেন, ‘হরিশ্চর বাজার এজেন্ট আউটলেটে আমরা কোনো ব্যবস্থাপক নিয়োগ দিইনি। আমাদের একমাত্র প্রতিনিধি মজুমদার ট্রেডার্সের মালিক মোস্তফা কামাল মজুমদার সুজন।’