চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুরে সিএনজি অটোরিকশায় চাঁদাবাজি এবং হাইওয়ে পুলিশের হয়রানিমূলক মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন চালকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ঢাকা-জয়দেবপুর সড়কের নলজানি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। পরে থানা পুলিশের আশ্বাসের আধা ঘণ্টা পর তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন। এদিকে সিএনজি অটোরিকশায় চাঁদাবাজিকালে বৃহস্পতিবার সকালে চালকরা দুই চাঁদাবাজ এহসানুল হক (২৫) ও মো. সাদ্দাম হোসেনকে (৩২) ধরে পুলিশে সোপর্দ করেছে।

  সিএনজিচালকরা জানান, মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে কয়েক মাস যাবৎ গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় জোরপূর্বক প্রতি সিএনজি বেবি থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা দিতে না চাইলে চালকদের হুমকি ও জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়া হয়। কেউ প্রতিবাদ করলে নানাভাবে হয়রানি ও মারধর করা হয়। এ ছাড়া গাজীপুর হাইওয়ে সড়কগুলোতে চলাচল করতে গেলে হাইওয়ে পুলিশ মামলা দিচ্ছে।
বাধ্য হয়ে তাঁরা চাঁদাবাজির বিরুদ্ধে এবং পুলিশি হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। এ ব্যাপারে বাসন থানার ওসি কায়সার আহমদ জানান, আটক দুই চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য চাঁদাবাজদের গ্রেপ্তারের আশ্বাসে চালকরা সকাল সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
শেয়ার
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ

হাতেখড়ি ফাউন্ডেশন ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ার জানখালী জেলেপল্লীর স্কুলপড়ুয়া সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লীর ১০০ পরিবারের শিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, লুডলস, ট্যাং, বাদাম, কিশমিশ, চিড়া ওমুড়ি বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে স্থানীয় উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তাসকিয়া আক্তার বলে, এক বাক্স ঈদের উপহার পেয়ে আমরা অনেক খুশি।

আমাদের অনেক উপকার হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

মন্তব্য

বাঁশখালীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বাঁশখালীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় গতকাল শুক্রবার সকাল ৮টায় ঘটনাটি ঘটে। দোকানিরা আসন্ন ঈদের আগে বেচাকেনার উদ্দেশে ধারকর্জ করে বিভিন্ন ধরনের মাল মজুদ করেছিল বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন শওকত আলী মিষ্টির দোকান, জাকারিয়ার কুঠির শিল্পের দোকান, মো. কালু, এন্তুু মিয়া ও মো. নেছারের শুঁটকির দোকান।

বাঁশখালীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

মন্তব্য

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ম্যানেজার

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ম্যানেজার

গ্রাহকদের কোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার লালমাই উপজেলার এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেটের ম্যানেজার কার্তিক চন্দ্র বণিকের (২৬) বিরুদ্ধে। গত ছয় দিন ধরে দোকান বন্ধ রেখে তিনি পলাতক রয়েছেন। ক্ষতিগ্রস্তরা টাকা ফেরতের দাবি জানিয়েছে। জানা যায়, চার-পাঁচ বছর আগে হরিশ্চর বাজারের মোস্তফা কামাল মজুমদার সুজন তাঁর দোকানের পাশের একটি কক্ষে এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেট চালু করে কার্তিক চন্দ্র বণিককে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন।

ব্যবসায়ী, কর্মচারীরা ছাড়াও স্থানীয় হরিশ্চর, খলিলপুর, জগত্পুর, বাকই এলাকার মানুষ সুজনের অনুরোধে এজেন্টে টাকা জমা দিতে থাকেন। কিন্তু গত ১৬ মার্চ দুপুরে গ্রাহকরা দোকানে এসে দেখেন গেটে তালা ঝুলছে। লালমাই থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, কার্তিক চন্দ্র বণিক নামের এক যুবক নিখোঁজ হয়েছেন মর্মে তাঁর বাবা থানায় জিডি করেছেন। তাঁর সর্বশেষ অবস্থান পেয়েছি পঞ্চগড় জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায়।

এনআরবিসি ব্যাংক, লাকসাম শাখার ব্যবস্থাপক নাজমুল হাসান বলেন, হরিশ্চর বাজার এজেন্ট আউটলেটে আমরা কোনো ব্যবস্থাপক নিয়োগ দিইনি। আমাদের একমাত্র প্রতিনিধি মজুমদার ট্রেডার্সের মালিক মোস্তফা কামাল মজুমদার সুজন।

মন্তব্য

দিনাজপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
দিনাজপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ছয় দফা দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। এ সময় তাঁরা রাস্তার ওপরেই জুমার নামাজ আদায় করেন। এতে পঞ্চগড় হয়ে দিনাজপুর দিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন পর্যন্ত রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আন্দোলনরতরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে গত বুধবার (১৯ মার্চ) ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন।

এখনো তাঁদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়নি। তাই তাঁরা গতকাল শুক্রবার দিনাজপুর শহরের পৌরসভার সামনে রেলক্রসিংয়ের ওপর অবস্থান নিয়েছেন। সিভিল শাখার সপ্তম সেমিস্টারের ছাত্র শোয়েব বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ