<p>সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরো দুই জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ১৬৯ ও বাগেরহাট জেলায় ১৭৬ সদস্যের কমিটি করা হয়েছে। এ নিয়ে ২১টি জেলায় কমিটি গঠন করল তারা।</p> <p>গত ২৮ ডিসেম্বর আগামী ছয় মাসের জন্য সাতক্ষীরা ও বাগেরহাটের কমিটি অনুমোদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দুই জেলার কমিটি প্রকাশ করা হয়।</p> <p>সাতক্ষীরার ১৬৯ সদস্যের কমিটিতে আরাফাত হোসাইনকে আহ্বায়ক, সুহাইল মাহদীনকে সদস্যসচিব, আল শাহরিয়ারকে মুখ্য সংগঠক ও মোহেনী পারভীনকে মুখপাত্র করা হয়েছে। তাঁরা চারজনই সাতক্ষীরা সদরের বাসিন্দা। এই কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৩ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৬ জনকে সংগঠক এবং ১২২ জনকে সদস্য করা হয়েছে।</p> <p>অন্যদিকে বাগেরহাট জেলা কমিটিতে এস এম সাদ্দামকে আহ্বায়ক, আজরীন আরবি নওরীনকে সদস্যসচিব, মো. আবদুল্লাহ আল রুম্মানকে মুখ্য সংগঠক ও সায়মন জিয়নকে মুখপাত্র করা হয়েছে। তাঁদের মধ্যে প্রথম তিনজন বাগেরহাট সদর আর সায়মন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক, ২৯ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৯ জনকে সংগঠক ও ৯০ জনকে সদস্য করা হয়েছে।</p> <p>সব মিলে ২১টি জেলা, তিনটি মহানগর, একটি বিশ্ববিদ্যালয়, দুটি কলেজ ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।</p> <p> </p> <p><strong>আরো আট থানায় নাগরিক কমিটি</strong></p> <p>নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করা জাতীয় নাগরিক কমিটিও দেশের আরো আটটি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে। গত বৃহস্পতিবার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ৬০ সদস্যের, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৫৭ সদস্যের, ঝিনাইদহ সদর উপজেলায় ২৩৫ সদস্যের, নোয়াখালী সদর উপজেলায় ৩৫৪ সদস্যের, কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় ১২৮ সদস্যের, বাজিতপুর থানায় ৭১ সদস্যের, পাকুন্দিয়া থানায় ৮৭ সদস্যের এবং তাড়াইল থানায় ১৩১ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে তারা।</p> <p>এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ১৩০টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা ও উপজেলা ২৮টি। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তারা কমিটি করেছে। ঢাকার বাইরে ১০২টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে তারা।</p> <p>সর্বশেষ ঘোষিত এসব কমিটির প্রতিনিধিদের নিয়ে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি এখন তিন হাজার ৪৩৭ জন আর ঢাকার বাইরে ১৩ হাজার ৯৬৩ জন। সব মিলিয়ে তাদের প্রতিনিধি ১৭ হাজার ৪০০ জন।</p> <p> </p>