<p>স্কুলছাত্রী (১৫) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সালিসের ৯০ হাজার টাকা সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাসিম উদ্দিন আর দেননি। এ ঘটনা ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের সিংদই কোনাপাড়া গ্রামের। রবিবারও (৫ জানুয়ারি) ওই স্কুলছাত্রী ও তার বাবা বাড়িতে ফেরেনি।</p> <p>এর আগে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ওই স্কুলছাত্রীর বাড়িছাড়া ও গর্ভপাতের শর্তে দুই অভিযুক্তকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় সালিসে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘ছাত্রলীগ ভয়ংকররূপে ফিরবে’ সাইনবোর্ডকাণ্ডে তদন্ত কমিটি, আটক ৩" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736086949-62bf1edb36141f114521ec4bb4175579.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ সাইনবোর্ডকাণ্ডে তদন্ত কমিটি, আটক ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/05/1465296" target="_blank"> </a></div> </div> <p>রবিবার দ্বিতীয়বারের মতো ওই গ্রামে গেলে জানা যায়, সালিসের পর থেকেই মেয়েটি তার বাবাকে নিয়ে অন্যত্র থাকছে। জরাজীর্ণ খুপরি ঘরের দরজায় একটি বাঁশের বেড়া দেওয়া। </p> <p>প্রতিবেশীরা জানায়, লোকলজ্জা ও সালিসের সিদ্ধান্তের কারণে তারা বাড়ি ছেড়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনাকে ‘কওমি মাতা’ আখ্যা দিয়ে তসলিমার সমালোচনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736085846-f722b18ce93811dcfcf1e89328210c4d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনাকে ‘কওমি মাতা’ আখ্যা দিয়ে তসলিমার সমালোচনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/05/1465289" target="_blank"> </a></div> </div> <p>এ ব্যাপারে নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, জানতে পেরে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন, কিন্তু মেয়েকে পাওয়া যায়নি। তবে পুলিশ তৎপর রয়েছে।</p>