<p style="text-align:justify">দেশের স্বার্থে এবং গণতন্ত্র রক্ষায় জোটবদ্ধ নির্বাচন করতে জামায়াত প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে।’</p> <p style="text-align:justify">শনিবার (৪ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। </p> <p style="text-align:justify">সেক্রেটারি জেনারেল বলেন, স্বৈরাচার হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছে। কিন্তু হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে এখন মিথ্যা মামলার প্রয়োজন হবে না।</p> <p style="text-align:justify">মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে লাভ হবে না। হাসিনা জুলাই অভ্যত্থানের পর জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছে, হিন্দু ধর্মের ভাইদের উসকে দিয়ে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে; অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে দেশকে অকার্যকর করার চেষ্টা করেছে। কিন্তু কোনো লাভ নেই, অন্তর্বর্তী সরকার দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করছে।’</p> <p style="text-align:justify">সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির মো. নূরুল ইসলাম বুলবুল, ময়মনসিংহ জেলা আমির মো. আবদুল করিম প্রমুখ।</p>