<p style="text-align:justify">শৈত্যপ্রবাহ না চললেও রাজধানী ঢাকাসহ দেশের অনেক অঞ্চলেই অনুভূত হচ্ছে হাড়-কাঁপানো শীত। পড়ছে ঘন কুয়াশা। সঙ্গে শীতল হাওয়া। দিনের বেলাতেও দেখা নেই সূর্যের। এরপরেও নাকি শৈত্যপ্রবাহ নেই।</p> <p style="text-align:justify">আবহাওয়া অধিদপ্তর বলেছে, জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দুয়েকটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।</p> <p style="text-align:justify">অনেকের মনেই প্রশ্ন, তাহলে কোন পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলা হয়। চলুন জেনে নেওয়া যাক কত ডিগ্রি তাপমাত্রায় কোন শৈত্যপ্রবাহ :</p> <ul> <li style="text-align: justify;">সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়</li> <li style="text-align: justify;">তাপমাত্রা ৬.১ থেকে ৮ হলে তা মাঝারি, তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ</li> <li style="text-align: justify;">তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়</li> </ul> <p style="text-align:justify">এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।</p> <p style="text-align:justify">এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ–পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।</p>