<p>দ্বিতীয় দিনের পরই সিডনি টেস্টের ফলাফল ছিল শুধু সময়ের অপেক্ষা। ৬ উইকেটে ভারত ম্যাচ হারল তিন দিন শেষ না হতেই। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবার বোর্ডার গাভাস্কার ট্রফি জিতে প্যাট ক্যামিন্সের দল। সেই সঙ্গে প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও। </p> <p><img alt="1" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/05/my1198/ডা্ডপচবপটজ.jpg" width="1000" /></p> <p>সিডনি টেস্টে দ্বিতীয় দিন শেষে বুমরাহদের রান ছিল ৬ উইকেটে ১৪১। রবিবার সকালে ১৬ রান যোগ করতেই আউট হয়ে গেলেন রবীন্দ্র জাডেজা (১৩), ওয়াশিংটন সুন্দর (১২), মোহাম্মদ সিরাজ (৪) এবং বুমরাহ (০)। ১৫৭ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হলে লিড দাঁড়ায় ১৬১ রান।</p> <p>চতুর্থ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  শুরুতে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।</p> <p>দ্বিতীয় দিনে ৪ উইকেট নেওয়া স্কট বোল্যান্ড নিয়েছেন আরো ২ উইকেট। অস্ট্রেলিয়ার মূল পেসারদের অনুপস্থিতিতে একাদশে থাকার সুযোগ কাজে লাগিয়ে সিডনি টেস্টের দুই ইনিংসে নেন ১০ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন অধিনায়ক কামিন্স। একটি উইকেট ওয়েবস্টারের। </p> <p><img alt="1" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/05/my1198/ািৃযডটপজক.jpg" width="1000" /></p> <p>পিঠের চোটের জন্য শনিবার মধ্যাহ্নভোজের পর মাঠ ছেড়েছিলেন বুমরাহ। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল, সিডনিতে তিনি আর বল করতে পারবেন না। চোটের কারণে সেই বুমরাই আর বোলিংয়ে ফিরতে পারেননি। আজ সকালে ব্যাটিংয়ে নামলেও পরে ফিল্ডিংয়ের সময় মাঠেই নামেননি।</p> <p>বুমরাহহীন ভারত প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজকে নিয়ে ব্যাপক চেষ্টা করেছে বটে কিন্তু ১৬২ রানের লক্ষ্যে খুব বেশি সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। একটা সময় ৫৮ রানে ৩ উইকেট ফেলে অজিদের কিছুটা চাপে ফেলে দিয়েছিলেন কৃষ্ণা। তবে খাজা-হেডের চতুর্থ উইকেট জুটিতে ৪৪ রান যোগ করে অস্ট্রেলিয়া সুবিধাজনক জায়গায় পৌঁছে যায়। এরপর ওয়েবস্টারকে নিয়ে দলকে জয়ের বন্দরেই নিয়ে যান হেড।</p> <p>হেড-ওয়েবস্টারের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৪ বলে ৩৯ রান ওয়েবস্টারের। ৩৮ বলে ৩৪ করেন হেডও। ম্যাচসেরা হয়েছেন স্কট বোল্যান্ড।</p> <p><img alt="1" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/05/my1198/ুািট্প.jpg" width="1000" /></p> <p>আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। </p>