ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

কাবরেরাই কি থাকছেন?

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
কাবরেরাই কি থাকছেন?

নতুন বছর শুরু হয়ে গেছে। ফুটবলে নতুন চ্যালেঞ্জ সামনে। মার্চে এশিয়ান কাপ বাছাই শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। জুন-জুলাইয়ের দিকে সাফ।

তা ছাড়া হামজা চৌধুরী আসছেন। জাতীয় দল নিয়ে কর্মপরিকল্পনা এখন তুঙ্গে থাকার কথা। কিন্তু রাকিব হোসেনরা কোচহীন হয়ে আছেন।

বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘খুব বেশি অপেক্ষা করতে হবে না।

কোচ নিয়ে কাজ চলছে। খুব শিগগির আমরা সিদ্ধান্ত জানাতে পারব।’ 

জানা গেছে, গত কিছুদিন হাভিয়ের কাবরেরার বড় চ্যালেঞ্জার হয়ে উঠেছিলেন মোহামেডানে কাজ করে যাওয়া ব্রিটিশ কোচ শন লেন। এই দুজনের মধ্যে কাকে বাছবেন তা নিয়েই মূলত দোলাচল ছিল।

তবে সর্বশেষ খবর, শন লেন ‘রেস’ থেকে ছিটকে গেছেন। একদিকে কাবরেরাকে রেখে এখন অন্য পাশে আরো বেশ কয়েকজন কোচ নিয়ে যাচাই-বাছাই চলছে।
গত তিন বছর জাতীয় দলের দায়িত্বে থাকা কাবরেরার সঙ্গে চুক্তির যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল তাঁকে যেকোনো সময় বরখাস্ত করা হলে ক্ষতিপূরণের কী হবে সেটি। এর আগে জেমি ডে-কে মেয়াদের আগে চাকরিচ্যুত করে পুরো মেয়াদের বেতন দিতে হয়েছে। একটি সূত্র জানিয়েছে, মেয়াদ বাড়লে কাবরেরা বহিষ্কারের ক্ষেত্রে এক মাসের বেতন পেলেই খুশি বলে জানিয়েছেন বাফুফেকে।

অর্থাৎ বাফুফের সঙ্গে আরো এক বছর মেয়াদ বাড়ালেও প্রত্যাশিত ফল না পেলে তাঁকে আর পুরো বছর টানতে হবে না ফেডারেশনকে। সে ক্ষেত্রে আগামী জুলাই পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ এবং এরপর সাফ হলে সেটিই হবে স্প্যানিশ এই কোচের চূড়ান্ত পরীক্ষা। 

তবে শেষ পর্যন্ত তাবিথ আউয়াল বা তাঁর কমিটি কী সিদ্ধান্ত নেন—সেটিই দেখার অপেক্ষা।

মন্তব্য

সম্পর্কিত খবর

২০২৬ বিশ্বকাপে সবার আগে জাপান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
২০২৬ বিশ্বকাপে সবার আগে জাপান
বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার পর জাপানের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল জাপান। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে বাদ দিলে নীল সামুরাই প্রথম দল হিসেবে আসন্ন বিশ্বকাপে সুযোগ পেয়েছে। সব মিলিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্ব আসরে জায়গা পেয়েছে তারা।

আজ এশিয়ান অঞ্চলের বাছাই পর্বে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে জাপান।

দলের হয়ে গোল দুটি করেছেন দিয়াচি কামাদা ও তাকেফুসা কুবো। এতে ‘সি’ গ্রুপে শীর্ষ দল জাপান ১৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এবারের বিশ্বকাপে মোট ৪৮ দল অংশ নেবে। তার মধ্যে এশিয়া অঞ্চল থেকে সুযোগ পাবে ৮ দল।

এশিয়ান বাছাই পর্বে ১৯ দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর তৃতীয় ও চতুর্থ দলরা বাছাই পর্বের পরের রাউন্ড খেলবে। মোট ৬ দল আবার ভাগ হবে দুই গ্রুপে।
দুই গ্রুপের শীর্ষ দুই দল সুযোগ পাবে বিশ্বকাপে। আর রানার্স-আপরা নিজেদের মধ্যে খেলবে প্লে-অফ। জয়ী দল পরে মহাদেশীয় প্লে-অফে খেলবে।

১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলে জাপান। সর্বশেষ কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল পূর্ব এশিয়ার দলটি।

মন্তব্য

বুমরাহর বোলিংয়ে চমকের কিছু দেখেন না ডাকেট

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বুমরাহর বোলিংয়ে চমকের কিছু দেখেন না ডাকেট
কুমরাহ ও ডাকেট। ছবি : সংগৃহীত

সর্বকালের অন্যতম সেরা পেসারের তকমা জুটেছে জাসপ্রিত বুমরাহর। অনেক ব্যাটারই ভারতীয় পেসারের চ্যালেঞ্জ নিতে ভয় পান, প্রচণ্ড সমীহ করেন। সমীহ করেন বেন ডাকেটও, তবে চমকের কিছু দেখেন না বলে জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।

বুমরাহর বিপক্ষে মুখোমুখি হওয়াতেই ভারতীয় পেসারের বোলিং দক্ষতা সম্পর্কে ভালোভাবেই অবগত বলে জানিয়েছেন ডাকেট।

মেইল স্পোর্টকে বাঁহাতি পেসার বলেছেন, ‘পাঁচ টেস্টের সিরিজে তার মুখোমুখি হয়েছি আমি। খুব ভালো করেই জানি, সে কীভাবে আমাকে বোলিং করবে। আর ভালো দিকটা হচ্ছে, তার বোলিং দক্ষতা আমার এখন জানা। এমন কিছু নেই যা আমাকে চমকে দিতে পারে।

সর্বশেষ ভারতের মাটিতে হওয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজে বুমরাহকে ভালোভাবেই সামলিয়েছেন ডাকেট। ভারতীয় পেসারের মুখোমুখি হয়ে ৯৪ বলে ৬৩ রান নিয়েছেন তিনি। তা থেকেই হয়তো আত্মবিশ্বাসী ডাকেট।

তবে চ্যালেঞ্জের বিষয়টি ডাকেটও মানেন।

তাতে বুমরাহর সঙ্গে মোহাম্মদ শামির নামও উচ্চারণ করেছেন তিনি। ইংল্যান্ডের ব্যাটার বলেছেন, ‘চ্যালেঞ্জিং আছে এবং লাল বলে মোহাম্মদ শামির স্কিলও বুমরাহর মতোই ভীতি জাগানিয়া। তবে শুরুর স্পেল সামলাতে পারলে মনে করি, রান করতে অসুবিধা হবে না।’

ভারতের মাঠে ৪-১ ব্যবধানের হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। আগামী জুনে ভারতকে আতিথেয়তা দেওয়ার পাঁচ টেস্টের সিরিজে তাই প্রতিপক্ষকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ডাকেট।

২০ জুন শুরু হতে যাওয়া সিরিজ নিয়ে ডাকেট বলেছেন, ‘ঘরের থেকে বাইরের ভারত আলাদা। তাই মনে করি, তাদের হারানো উচিত এবং আমরা তা পারব। ভালো একটা সিরিজই হবে।’

মন্তব্য

১৯তম জন্মদিন আর পালন করা হলো না চীনের ডিফেন্ডারের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
১৯তম জন্মদিন আর পালন করা হলো না চীনের ডিফেন্ডারের
১৯তম জন্মদিন আর পালন করতে পারলেন না জিয়াশুয়ান। ছবি : ফেসবুক

প্রতিবারের ন্যায় হয়তো আজও হই-হুল্লোড়ে জন্মদিন পালন করতেন গুয়ো জিয়াশুয়ান। কিন্তু ১৯তম জন্মদিনের আগের দিন পাড়ি জমালেন না ফেরার দেশে। 

জিয়াশুয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই। সামাজিক মাধ্যমে চীনের ডিফেন্ডারের মৃত্যু নিয়ে লিখেছেন, ‘১৮তম বছরের শেষ দিনে চিরতরে নিথর হয়ে গেল সে।

অনেক দিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়ছিলেন জিয়াশুয়ান। গত ৬ ফেব্রুয়ারি মাদ্রিদে বেইজিং অনূর্ধ্ব-২০ ও স্থানীয় ক্লাব রায়ো সিউদাদ আলকোবেন্দাসের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর থেকেই কোমায় ছিলেন এই ডিফেন্ডার। বেইজিংয়ের তিয়ানতান হাসপাতালে নিয়ে আসার পর গতকাল চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।

জিয়াশুয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব বেইজিং গুয়োযানে। চায়নিজ সুপার লিগের ক্লাবটি লিখেছে, ‘আমাদের সন্তান যে ফুটবল ভালোবাসত তাকে হারিয়েছি। শান্তিতে ঘুমাও জিয়াশুয়ান।’ ২০২৩ সালে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের ওয়ার্ল্ড স্কোয়াডের হয়েও একটি ম্যাচ খেলেছেন তিনি।

 

জিয়াশুয়ান আহত হওয়ার পরেই বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ তুলে তার পরিবার। তাদের অভিযোগ (মাথায় আঘাত) তথ্য গোপন ও যথাসময়ে যোগাযোগ করা হয়নি। তাই তো ডিফেন্ডারের মৃত্যুর এক সপ্তাহ আগে তার ভাই সামাজিক মাধ্যমে আরো লিখেছিলেন, ‘আমরা সত্য জানতে এবং ন্যায়বিচার চাই।’ তবে তাদের অভিযোগ অস্বীকার করে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, জিয়াশুয়ানকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করেছে তারা।

মন্তব্য

শিলংয়ে পৌঁছেছেন হামজা-জামালরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
শিলংয়ে পৌঁছেছেন হামজা-জামালরা
ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। সৌজন্য ছবি

এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেঘালয়ার ভিভান্তা হোটেলে উঠবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

আরো পড়ুন
নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন শহীদ আফ্রিদি

নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন শহীদ আফ্রিদি

 

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আজ কলকাতার ‍উদ্দেশে সকাল ৯টায় দেশ ছাড়ে বাংলাদেশ। কলকাতা থেকে পরে বিকেল ৪টায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছেছে।

২৪ সদস্যের দল নিয়ে ভারতে গেছে বাংলাদেশ। যাওয়ার আগে দল থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন।

আরো পড়ুন
২৪ জনের দল যাচ্ছে শিলংয়ে, শেষ মুহূর্তে বাদ পড়েছেন তিনজন

২৪ জনের দল যাচ্ছে শিলংয়ে, শেষ মুহূর্তে বাদ পড়েছেন তিনজন

 

তারও আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করা ২৯ ফুটবলার থেকে বাদ পড়েছেন ইতালিয়ানপ্রবাসী ফাহমিদুল ইসলাম। চোটের কারণে ছিটকে যান সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ।

অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে নামার অপেক্ষায় আছেন হামজা। আগামী ২৫ মার্চ শিংলয়ের জহুরলাল নেহেরু স্টেডিয়ামে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডারের অভিষেক হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ