<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুরের মধুখালীতে একটি সিসা কারখানায় ভ্যাকুয়াম ড্রাম বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের পরীক্ষিতপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আলতু খান জুট মিলের মধ্যে অবস্থিত পান্না গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন মধুখালী পৌরসভার বনমালিদিয়া গ্রামের শুকুর আলী সর্দারের ছেলে মো. শাহাবুদ্দিন (৩৫), উপজেলার কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের সাত্তার শেখের ছেলে বিপ্লব শেখ (৩৪) ও উপজেলার বোয়ালিয়া গ্রামের রতন শেখের ছেলে ফারুক শেখ (৩৩)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক আকাশ হোসেন জানান, বিস্ফোরণে আহত তিন শ্রমিককে বিকেল ৪টার পরে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের শরীরের ৬৫ থেকে ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনার সত্যতা নিশ্চিত করে পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কী কারণে রোটারি ড্রাম বিস্ফোরণ হয় তা প্রাথমিকভাবে জানা যায়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>