ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টা থেকে ওই রুটে সকল ফেরি সার্ভিস বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারি ব্যাবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘ঘন কুয়াশা কেটে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

সেনা সদস্যকে অপহরণ : বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতার পদ স্থগিত

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
সেনা সদস্যকে অপহরণ : বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতার পদ স্থগিত

বরিশালে বালু মহলের ইজারার দরপত্র জমাদানে বাধা এবং এক সেনা সদস্যকে অপহরণের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতার পদ স্থগিত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। ওই পত্রে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপিকে অবহিত করা হয়েছে।

আরো পড়ুন
উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান

উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান

 

এদিকে গ্রেপ্তারের এক দিনের মাথায় প্রভাব খাটিয়ে হিজলা বিএনপির সদস্য সচিব আজ বৃহস্পতিবার জামিনে বের হয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।

এ ছাড়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতা ধরা ছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃনমূল নেতারা। এর মধ্যে রয়েছেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু।

পদ স্থগিত করা নেতারা হচ্ছেন- জেলা ছাত্রদলের সহসভাপতি নূর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইমরান খন্দকার, হিজলা থানা বিএনপির সদস্য সচিব অ্যাড. দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. রুবেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাহিদ এবং বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম।

আরো পড়ুন
জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩

জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩

 

অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দেওয়া পত্রে উল্লেখ করা হয়েছে- বরিশালে বালু মহলের ইজারার দরপত্র জমাদানে বাধা এবং এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ জনের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, বালু মহল ইজারায় বাধা দানে জেলা ও মহানগর ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতা প্রকাশ্যে নেতৃত্ব দেয়। কিন্তু রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি।

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কেবল বালু মহল নয়, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজী করে এমন কয়েকজন ওই মামলার আসামিও। অথচ তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি দল।

তারাই দলের ভাবমূর্তি নষ্ট করে ৫ আগস্টের পর আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। তাদের জন্যই দলে ভোটার সংখ্যাও কমছে বলে ওই ২ নেতা ক্ষোভ প্রকাশ করেন।’

আরো পড়ুন
রংপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন গ্রেপ্তার

রংপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন গ্রেপ্তার

 

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘দল তাদের পদ স্থগিত করে সঠিক কাজ করেছে। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে চাঁদাবাজী, টেন্ডারবাজী করে তারা দলে থাকতে পারবে না। ৩ মাস না, ওদের পদ আজীবনের জন্য স্থগিত করা উচিৎ।

’ এসব ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদের বিষয় তথ্য প্রকাশ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য

জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩
ফাইল ছবি

জামালপুরের কানিল ঘুণ্টি রেলক্রসিংয়ে ট্রেন ও তরমুজবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রেনচালকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় জামালপুর-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন কানিল ঘুণ্টি এলাকায় পৌঁছালে জামালপুরগামী একটি ট্রাক গেট ভেঙে রেললাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকটি পাশে থাকা একটি দোকানের ওপর গিয়ে পড়ে। এতে ট্রেনচালক, গেটকিপার ও দোকানদার আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ইঞ্জিন মেরামত করে ট্রেনটি নান্দিনা স্টেশনে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
প্রতীকী ছবি

ঢাকার দোহারে ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে দোহার খালপার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর নাম রাইসা (৮) ও সামিয়া (৮)। তারা সম্পর্কে আপন খালাতো বোন।

রাইসা উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘাড়মোড়া এলাকার মো. মুকসেদ এর মেয়ে ও সামিয়া নারিশা পশ্চিমচর লঞ্চঘাট এলাকার সামসুল হক বেপারীর মেয়ে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে ঈদ উপলক্ষে নানাবাড়ি দোহার খালপাড়ে বেড়াতে আসে রাইসা ও সামিয়ার পরিবার। দুপুরে ১টার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে নামে তারা। এ সময় তারা সাঁতার না জানায় খালে ডুবে যায়।

অনেকক্ষণ দেখতে না পেয়ে আশপাশের এলাকাগুলো খোঁজাখুঁজি করা হয়। পরে সন্দেহ হলে খালের পাড়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে খুঁজতে থাকে।  স্থানীয়দের প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ডুবে থাকা ওই দুই শিশুকে উদ্ধার সক্ষম হয় স্বজনরা।

উদ্ধারের পর স্থানীয়রা দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঈদের আগে আত্মীয়-স্বজনদের সামনে মরদেহ আনা হলে স্বজন ও স্থানীয়রাও কান্নায় ভেঙে পড়েন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মৃত ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
শেয়ার
উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান
ছবি: কালের কণ্ঠ

বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সালিসে ব্যস্ত ৯ সন্তান। সালিস শেষে ১৬ ঘণ্টা পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, মেম্বার ও এলাকাবাসীর হস্তক্ষেপে মরদেহের দাফন করা হয়। 

গতকাল বুধবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে মৃত্যু হলেও এদিন রাত ১০টা পর্যন্ত বাড়ির উঠানে পড়ে ছিল বৃদ্ধ বাবার মরদেহ। সন্তানদের এমন কীর্তি দেখে হতবাক হয়েছে গ্রামবাসী।

ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের পূর্বপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান বিশ্বাস (৭২)। তিনি একজন কৃষক ছিলেন।

আরো পড়ুন
৬ দিন পর নিভল সুন্দরবনের আগুন, অভিযান সমাপ্ত ঘোষণা

৬ দিন পর নিভল সুন্দরবনের আগুন, অভিযান সমাপ্ত ঘোষণা

 

স্থানীয়রা জানান, মৃত হাবিবুর রহমান বিশ্বাসের চার স্ত্রী ও ৯ সন্তান রয়েছে।

দীর্ঘদিন যাবৎ তিনি ছোট স্ত্রী ও তার ছোট ছেলে সোহেল বিশ্বাসের সঙ্গে কোটা গ্রামে বসবাস করতেন। মৃত্যুর পূর্বে ছোট স্ত্রীর নামে ৮৩ শতাংশ জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে কয়েকবার সালিসের আয়োজন করেছিলেন অন্য স্ত্রী ও সন্তানরা। কিন্তু সিদ্ধানের বিষয়ে অটল ছিলেন তিনি। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হাবিবুরের মৃত্যুর খবর শুনে সকালে বাড়িতে আসেন ছেলে আতাউর রহমান, সুমন, আনোয়ার ও হাফিজুর।
জমিজমার বিরোধ না মেটে পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে বাধা সৃষ্টি করেন তারা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, মেম্বার ও এলাকাবাসীকে ডেকে বাড়ির উঠানের এক পাশে সালিস বসানো হয়। এ সময় উঠানে খাটিয়ার ওপর মরদেহ পড়ে ছিল।

মৃতের ছোট ছেলে সোহেল বিশ্বাস বলেন, ‘বাবার কবর পর্যন্ত খুঁড়তে দেয়নি তারা। আমার মায়ের নামে লিখে দেওয়া ৮৩ শতাংশ জমির মধ্য থেকে ৫০ শতাংশ সৎ ভাইয়েদের নামে লিখে দেওয়ার শর্তে মুচলেকা দেওয়ার পর কবর খুঁড়তে ও দাফন করতে দেয় তারা।

মৃত্যুর ১৬ ঘণ্টা পর বাবার মরদেহ দাফন করতে হয়েছে। আল্লাহ ওদের বিচার করবেন।’

সালিসে উপস্থিত ইউপি মেম্বার কামরুজ্জামান মজুমদার বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধ সালিসের মাধ্যমে মীমাংসা করা হয়েছে। রাত ১০টার পর মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।’

আরো পড়ুন
গরমে পটোল থেকে দূরে থাকবেন যারা

গরমে পটোল থেকে দূরে থাকবেন যারা

 

চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান কালের কণ্ঠকে বলেন, ‘মরদেহ ফেলে রাখার ঘটনা দুঃখজনক। বিষয়টি জানার পর আমার প্রতিনিধি, মেম্বার ও এলাকাবাসী সালিসের মাধ্যমে তাদের পারিবারিক সমস্যার মীমাংসা করেছেন।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ