ছন্দহীনতার কারণে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন জনি বেয়ারস্টো। আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রায় ৯ মাস আজ। সেই সঙ্গে জীবনের বয়সও পাল্লা দিয়ে বাড়ছে তার। তবু জাতীয় দলের হয়ে ফিরতে মরিয়া ৩৫ বছর বয়সী ব্যাটার।
ছন্দহীনতার কারণে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন জনি বেয়ারস্টো। আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রায় ৯ মাস আজ। সেই সঙ্গে জীবনের বয়সও পাল্লা দিয়ে বাড়ছে তার। তবু জাতীয় দলের হয়ে ফিরতে মরিয়া ৩৫ বছর বয়সী ব্যাটার।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও পুনরায় ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন না দেখাটা বোকামি হবে বলে মনে করেন বেয়ারস্টো। তাই ইয়র্কশায়ারের হয়ে গ্রীষ্মের মৌসুম মাতিয়ে জাতীয় দলে জায়গা পেতে চান তিনি। পুনরায় খেলার জন্য অবশ্য তাকে অবিশ্বাস্য পারফরম্যান্সই করতে হবে। কেননা মাঝে টেস্ট সংস্করণে একের পর এক উইকেটরক্ষক-ব্যাটার পরিবর্তন হলেও তাকে ডাকা হয়নি।
এক সময় ইংল্যান্ড দলের তিন সংস্করণের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বেয়ারস্টো। এখন বাদ পড়লেও চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত তিনি। তাই উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘হ্যাঁ, কারণ এখনো কেন্দ্রীয় চুক্তিতে আছি আমি।
ইয়র্কশায়ারের হয়েই ইংল্যান্ড দলে ফেরার কথা জানিয়ে বেয়ারস্টো বলেছেন, ‘দুই বছরের চুক্তিতে রাখা হয়েছিল, সেখানে আমার কোনো হাত ছিল না।
সম্পর্কিত খবর
আইপিএলের শুরুটা ভালো হয়নি ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মার। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে মাত্র ৯ রান। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওযার পর দ্বিতীয় ম্যাচে ৮। নিজের ফর্মের সঙ্গে লড়াই করতে হচ্ছে এই ব্যাটারকে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও খুব একটা ভালো সময় কাটেনি রোহিতের। ফাইনালের ৭৬ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছুই করতে পারেননি।
এবার জিওস্টারে আলোচনায় মাঞ্জরেকার বললেন, রোহিতের ক্যারিয়ারে গোধূলির ছায়া দেখতে পাচ্ছেন তিনি।
চেন্নাই সুপার কিংসকে ৬ রানে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। জয়ের পথে ২৮ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন দলটির নিয়মিত অধিনাক রায়ান পরাগ। জয়ের দিনে অবশ্য দুঃসংবাদও পেতে হয়েছে তাকে।
জয়ের দিনে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে পরাগকে।
আগে ব্যাটিং করতে নেমে নীতিশ রানার ৮১ ও পরাগের ৩৭ রানের ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে রাজস্থান। সেই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই।
ঈদ উৎসব বিশ্বজুড়ে আনন্দ এবং ভালোবাসার এক অনন্য মুহূর্ত। দেশের ক্রীড়াঙ্গন থেকে আন্তর্জাতিক তারকাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়, এই উপলক্ষে তাদের উত্সাহ এবং ভালোবাসা ফুটে ওঠে। দেশের ফুটবলের হামজা চৌধুরী থেকে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরা সবাই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। বাদ পড়েনি ফুটবল ক্লাবগুলোও— ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি আলোড়ন তুলে বাংলাদেশ ফুটবলে অভিষেক হয় হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ খেলে ইংল্যান্ডে ফিরে গেলেও, নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা।
এক ভিডিও বার্তায় হামজা ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।
আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন রোনালদো। তাইতো জোব্বা পড়ে, সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।
এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আসসালামুয়ালাইকুম সবাইকে! ঈদ মোবারক সবাইকে।
ঈদের শুভেচছা জানিয়েছেন দেশের ক্রিকেটের তরকারাও। টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দুঃসময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল। বরাবরের মতো এবারও মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বার্তা দিয়ে সামিল হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।
ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এফএ কাপ কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে টানা সপ্তমবার সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমিতে আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট।
বোর্নমাউথের মাঠে ম্যাচের ১৪ মিনিটে আলিং হালান্ড পেনাল্টি মিস করার পর ২১ মিনিটে এভানিলসনের গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। বিরতি পর্যন্ত সেই ব্যবধানই থাকে।
স্বস্তির এ জয়েও দুঃসংবাদ পেয়েছে সিটি। বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে ৬০ মিনিটে মাঠ থেকে উঠে যান হালান্ড। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও কিছুক্ষণ পর ব্যথায় মাঠে পড়ে যান।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ৯ ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ২২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পাঁচে সিটি। তাই এই মৌসুমে এফএ কাপ ট্রফিই একমাত্র সুযোগ সিটির।