জিম্বাবুয়ে ক্রিকেটে উৎসবের রং লেগেছে, এমনটাই মনে করছেন দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি। ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী চলতি বছর বেশ কয়েকটি বড় দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে দলটি, যার শুরুটা হচ্ছে আগামী মাসে বাংলাদেশ সফর দিয়ে।
এরপর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি বড় সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এর সঙ্গে এফটিপির বাইরে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবেন সিকান্দার রাজারা।