ঢাকার দোহারে ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে দোহার খালপার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর নাম রাইসা (৮) ও সামিয়া (৮)। তারা সম্পর্কে আপন খালাতো বোন।
ঢাকার দোহারে ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে দোহার খালপার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর নাম রাইসা (৮) ও সামিয়া (৮)। তারা সম্পর্কে আপন খালাতো বোন।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে ঈদ উপলক্ষে নানাবাড়ি দোহার খালপাড়ে বেড়াতে আসে রাইসা ও সামিয়ার পরিবার। দুপুরে ১টার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে নামে তারা। এ সময় তারা সাঁতার না জানায় খালে ডুবে যায়।
উদ্ধারের পর স্থানীয়রা দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মৃত ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
দলীয় নেতা-কর্মী নয় এতিমদেরকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
আজ সোমবার (৩১ মার্চ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুরপালা মাদরাসা ও এতিমখানার এতিমদের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেন।
দুপুরে তিনি মাদরাসাটির মসজিদে এসে জোহরের নামাজ আদায় করেন। এরপর এতিমদেরকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খান।
এ সময় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ রেজাউল করিম, কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুপ আলী দাড়িয়া সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম জিলানী বলেন, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি।
এস এম জিলানী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে নিজেকে এতিম উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
ঝিনাইদহের শৈলকুপায় ঈদগাহে মাইক বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) দুপুরে দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দহকোলা গ্রামের মাতুব্বর আবুল হোসেন ও নওয়াব আলীর কর্মী-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোরের লালপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে। আহতরা বিএনপি সমর্থক।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।
পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে।
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বরগুনার তালতলীতে ঈদের নামাজের সময় ইমাম ইমরান হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে মাছুম নামের এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া শিকদারবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।
মাছুম কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামের সাইদুলের ছেলে। তিনি আলীর বন্দর এলাকার একটি মসজিদের ইমামতি ছেড়ে ঢাকায় একটি কম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন।
তালতলী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুশান্ত জানান, মাসুম ও ইমরান এক সময় বন্ধু ছিল। পূর্বশত্রুতার জেরে ইমরানের ওপর হামলা চালান মাছুম। ইমাম রুকুতে গেলে চাপাতি দিয়ে আঘাত করতে গেলে মাছুমকে চাপাতিসহ আটক করেন মুসল্লিরা।
মাসুম বলেন, ‘আমি আগে একটি মসজিদে ইমামতি করতাম।
তিনি আরো বলেন, ‘এলাকায় বিষয়টি জানাজানি হলে আমি এলাকা ছেড়ে ঢাকা চলে যাই এবং প্রতিশোধের নেওয়ার অপেক্ষায় থাকি।
ওই মসজিদের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী একটি কার্টন থেকে আনুমানিক দুই ফুট লম্বা একটি ছুরি বের করতে দেখে আমি নামাজ ছেড়ে তাকে ঝাপটে ধরি। এরপর নামাজ পড়তে আসা মুসল্লিদের সহায়তায় তাকে ধরে আটকে রাখি।’
শিকদারবাড়ি মসজিদের ইমাম ইমরান বলেন, ‘বরগুনার কেওড়াবুনিয়া মাদরাসায় পড়ার সময়ে মাছুম তার মোবাইল ফোন চুরি করেছিলেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, মাছুমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয়ে মাছুমকে জিজ্ঞসাবাদ চলছে। ওই বিষয়ে আইনি কার্যক্রম চলমান।