সেনা সদস্যকে অপহরণ : বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতার পদ স্থগিত

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
সেনা সদস্যকে অপহরণ : বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতার পদ স্থগিত

বরিশালে বালু মহলের ইজারার দরপত্র জমাদানে বাধা এবং এক সেনা সদস্যকে অপহরণের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতার পদ স্থগিত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। ওই পত্রে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপিকে অবহিত করা হয়েছে।

আরো পড়ুন
উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান

উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান

 

এদিকে গ্রেপ্তারের এক দিনের মাথায় প্রভাব খাটিয়ে হিজলা বিএনপির সদস্য সচিব আজ বৃহস্পতিবার জামিনে বের হয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।

এ ছাড়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতা ধরা ছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃনমূল নেতারা। এর মধ্যে রয়েছেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু।

পদ স্থগিত করা নেতারা হচ্ছেন- জেলা ছাত্রদলের সহসভাপতি নূর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইমরান খন্দকার, হিজলা থানা বিএনপির সদস্য সচিব অ্যাড. দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. রুবেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাহিদ এবং বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম।

আরো পড়ুন
জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩

জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩

 

অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দেওয়া পত্রে উল্লেখ করা হয়েছে- বরিশালে বালু মহলের ইজারার দরপত্র জমাদানে বাধা এবং এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ জনের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, বালু মহল ইজারায় বাধা দানে জেলা ও মহানগর ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতা প্রকাশ্যে নেতৃত্ব দেয়। কিন্তু রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি।

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কেবল বালু মহল নয়, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজী করে এমন কয়েকজন ওই মামলার আসামিও। অথচ তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি দল।

তারাই দলের ভাবমূর্তি নষ্ট করে ৫ আগস্টের পর আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। তাদের জন্যই দলে ভোটার সংখ্যাও কমছে বলে ওই ২ নেতা ক্ষোভ প্রকাশ করেন।’

আরো পড়ুন
রংপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন গ্রেপ্তার

রংপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন গ্রেপ্তার

 

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘দল তাদের পদ স্থগিত করে সঠিক কাজ করেছে। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে তারা দলে থাকতে পারবে না। ৩ মাস না, ওদের পদ আজীবনের জন্য স্থগিত করা উচিত।

’ এসব ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদের বিষয় তথ্য প্রকাশ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

মাগুরায় নোমানী মায়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত

    ৬২৮ ইদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
শেয়ার
মাগুরায় নোমানী মায়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত
ছবি: কালের কণ্ঠ

মাগুরায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে জেলার ৪ উপজেলার ৩৬ ইউনিয়নের ৬২৮টি স্থানে ঈদ-উল-ফিতরের পবিত্র জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় শহরের নোমানী ময়দান মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান সেখানে ঈদের নামাজ  পড়ান। এ সময় দেশ ও বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

আরো পড়ুন
ঈদে কারাবন্দিদের জন্য থাকছে যেসব খাবার

ঈদে কারাবন্দিদের জন্য থাকছে যেসব খাবার

 

প্রধান এ জামাতে জেলা প্রশাসক মোহম্মদ অহিদুল ইসলাম, পৌর প্রশাসক ও মাগুরার অতিরিক্ত জেলা জেলা প্রশাসক আব্দুল কাদিরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

এ ছাড়া শহরের হাজি আব্দুল হামিদ মাদরাসার মাঠ, শহরের পি টি আই, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, মোল্লা পাড়া, পৌর কবরস্থান মাঠ, স্টেডিয়াম পাড়া, সদর উপজেলার ইছাখাদা দরগাহ মাঠসহ অন্য ৩ উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

খুবির কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুবির কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত
খুবির কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত শেষে দেশ, জাতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনের গাজাসহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ছবি : কালের কণ্ঠ

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সোমবার(৩১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। প্রতি বছর ঈদের জামাত কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম ব্যাপক সংখ্যক মুসল্লির অংশগ্রহণের সুযোগ করে দিতে কেন্দ্রীয় মাঠে ঈদ জামাত আয়োজন করা হয়।

জামাত শেষে দোয়ার পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ঈদ জামাত উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান।

জামাতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস।

খুতবা শেষে দেশ, জাতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনের গাজাসহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে উপাচার্য ও উপ-উপাচার্য জামাতে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লিদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।

ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, ছাত্র বিষয়ক পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র, পার্শ্ববর্তী এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নির্দিষ্ট স্থানে গাড়ি/যানবাহন পার্কিংয়ের সুব্যবস্থা রাখার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রবেশদ্বার খোলা রাখা হয়।

ফলে ব্যাপক সংখ্যক লোকের অংশগ্রহণে সুষ্ঠু ও নির্বিঘ্নে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

ঐতিহ্যবাহী ময়দান গোর-এ-শহীদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঐতিহ্যবাহী ময়দান গোর-এ-শহীদ
ফাইল ছবি

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় সাড়ে ২২ একর জমির এই ঈদগাহে ঈদের নামাজ পড়তে দূর-দূরান্ত থেকে হাজারো মুসল্লি এসেছেন। 

ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

 

প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে, ২০১৫ সালে মিনারটি নির্মাণ করা হয় মোগল স্থাপত্য শৈলীতে। মিনারের উচ্চতা ৫৫ ফুট, ৫২টি গম্বুজ এবং ৩২টি খিলান রয়েছে।
 

মন্তব্য
চট্টগ্রাম

ঈদের দিন সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের দিন সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৬ জন। আজ সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওই কর্মকর্তা।

এছাড়া তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয়ও জানা যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ