ঐতিহ্যবাহী ময়দান গোর-এ শহীদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঐতিহ্যবাহী ময়দান গোর-এ শহীদ
ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান ও ঈদগাহ মিনার। ১৯.৯৯ একর আয়তন বিশিষ্ট এই ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক নির্মাণশৈলীতে এই ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় ২০১৭ সাল থেকে। 

সোমবার (৩১ মার্চ) উত্তরের ১৬ জেলাসহ সবচেয়ে বড় ঈদগাহ মিনার ও মাঠ গোর-এ শহীদ ময়দানে এবার ঈদের নামাজ আদায় করতে বাগেরহাট ও গাজীপুর থেকেও কয়েকজন মুসল্লি এসেছেন।

সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

সকাল ৬টা থেকেই মুসল্লিরা সমবেত হতে শুরু করেন এই ঈদগাহে। এখানে ইমামতি করেন মাওলানা মো. মাহফুজুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহসহ '৭১ ও '২৪-এ শহীদ ও আহতদের জন্য শান্তি কামনা করে করা হয় মোনাজাত। 

বৃহৎ এই জামাতে অংশ নেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বিভিন্ন রাজনৈতিক  নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা।

প্রখর রোদে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা।

আরো পড়ুন
মায়ানমারে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৭০০

মায়ানমারে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৭০০

 

জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজানে আমরা যে তাকওয়া অজর্ন করেছি তা হৃদয়ে ধারণ করতে হবে। এ সময় তারা বলেন, লাখো মুসুল্লির অংশগ্রহণে দেশের এই বৃহৎ ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সফলভাবে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

এদিকে, বৃহৎ এই জামাতে অংশ নিতে পেরে খুশি মুসল্লিরা। তারা জানান,ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কারণে দূর-দূরান্তের মুসল্লিরা এসে অংশ গ্রহণ করতে পেরেছেন। 

বাগেরহাট থেকে আগত আরিফুল ইসলাম ও গাজীপুর থেকে আসা হাফেজ ইমরান হোনের বলেন, আমরা প্রতিবার শুনি দিনাজপুরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মিনার ও ময়দানে লাখো মানুষ নামাজ আদায় করেন। আমরা আজ ঈদের নামাজ আদায় করলাম। বড় জামায়াতে নামাজ আদায় করতে পেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

আরো পড়ুন
মন ভালো নেই জুলাই শহীদ সাকিব পরিবারের

মন ভালো নেই জুলাই শহীদ সাকিব পরিবারের

 

নীলফামারী জেলা থেকে এসেছিলেন রংপুরের একটি হিমাগারে ম্যানেজার হিসেবে কর্মরত আব্দুস সাত্তার। তিনি জানান, এবার নিয়ে সাতবার এই মাঠে নামাজ আদায় করলেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, অন্যান্যবারের চেয়ে এবারে ব্যবস্থাপনা ভালো ছিল। এতো বড় মাঠ ও এতো মুসল্লির সঙ্গে নিয়ে নামাজ আদায় করার যে অনুভূতি তা প্রকাশ করার মতো নয়। 
 
বৃহৎ এ জামাতে অংশ নেওয়া মুসল্লিদের জন্য স্থাপন করা হয় শৌচাগার, ছিল ওজুর ব্যবস্থা। বসানো হয় মেডিক্যাল টিম। পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রশাসনের কর্মকর্তারা।

আরো পড়ুন
ঈদ সালামির প্রচলন কবে থেকে

ঈদ সালামির প্রচলন কবে থেকে

 

এত কিছু ছাপিয়েও এবার সাধারণ মুসল্লিদের মধ্যে আলোচনা ছিল মাঠে নামাজে আসা অনেক নতুন মুখ ও নতুন ইমাম। তারা বলেন, প্রতিবার আয়োজকরা ময়দানে যে সংখ্যক মুসল্লি নামাজ আদায় করতেন, তার চেয়ে অনেক বাড়িয়ে বলা হতো। যারা বাড়িয়ে বলত এবার তারাও উধাও হয়ে গেছেন। 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

দীঘিনালায় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
দীঘিনালায় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১
ছবি: কালের কণ্ঠ

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালি নতুন বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে নুর ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নুর ইসলাম বোয়ালখালি (সদর) ইউনিয়নের বোয়ালখালি গ্রামের মো. শানু মিয়ার ছেলে।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দীঘিনালা থানায় মামলা দায়ের করেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাধন ঘোষ।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ গভীর রাতে আগুন লাগার কিছু সময় আগে (রাত ১টা ৩৭ মিনিট থেকে ১টা ৪২ মিনিট) সন্দেহজনকভাবে এক ব্যক্তি ঘোরাঘুরি করেন এবং আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

আরো পড়ুন
পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ

পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ

 

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‘২৫ মার্চ গভীর রাতে উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালি নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০টি দোকান পুড়ে যায়। অন্তত ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়।

গত বুধবার (২ এপ্রিল) ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।  তাতে দেখা যায়, আগুন লাগার পর পর নুর ইসলাম দৌড় দিয়ে চলে যান এবং কাউকে ডাকাডাকি করেননি। এ ঘটনায় তাকে সন্দেহজনক আসামি হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বোয়ালখালি নতুন বাজার থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংলগ্ন কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি আগুন দিয়ে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করে অন্তত ৫ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।’

মন্তব্য

ঈদ পরবর্তী আড্ডায় আমন্ত্রণ না পেয়ে হট্টগোল, যুবদল নেতা শোকজ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
ঈদ পরবর্তী আড্ডায় আমন্ত্রণ না পেয়ে হট্টগোল, যুবদল নেতা শোকজ
কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

ঈদ পরবর্তী আড্ডায় আমন্ত্রণ না জানানোর কারণে জমায়েত বানচাল চেষ্টার অভিযোগে কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে গাজীপুর জেলা যুব দল।

আজ শুক্রবার (৪ এপ্রিল) গাজীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ স্বাক্ষরিত নোটিশে এই শোকজ করা হয়। গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন
কেনিয়ার তরুণদের প্রিয় গণপরিবহণ ‘মাটাটু’

কেনিয়ার তরুণদের প্রিয় গণপরিবহণ ‘মাটাটু’

 

স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে কালিগঞ্জ উপজেলার জাঙালিয়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় নেতারা অনানুষ্ঠানিকভাবে ঈদ পরবর্তী আড্ডায় বসেন।

এ সময় দেলোয়ার হোসেন ৮/১০ জন নেতাকর্মী সঙ্গে নিয়ে বিএনপি কার্যালয়ে এসে তাকে আমন্ত্রণ না জানানোর কারণ জানতে চান। এ নিয়ে হট্টগোল হলে আড্ডা বানচাল হয়ে যায়। এরপর সবাই দলীয় কার্যালয় ছেড়ে চলে যান। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আরো পড়ুন
বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

 

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় বিএনপি বিষয়টিকে ভিন্নখাতে নিতে গণমাধ্যমের খবর সঠিক নয় বলে প্রেস বিজ্ঞপ্তি দেয়। এর একদিন পর আজ শুক্রবার দেলায়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হলো।

মন্তব্য

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি
শেয়ার
বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

বগুড়ার নন্দীগ্রামে জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার বাসষ্ট্যান্ড এলাকায় তিনি হামলার শিকার হন। গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ (৪২) নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মামুনুর রশিদের ভাতিজা হাদিসুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নন্দীগ্রাম পৌর শহরে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মামুনুর রশিদ। পথে বাসস্ট্যান্ড এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত তার পথ রোধ করে লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এ সময় তার মোটরসাইকেল ও মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মামুনুর রশিদকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন দিগন্তময় সরকার জানান, মামুনুর রশিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়ে বৃহস্পতিবার রাতেই ছাড়পত্র দেওয়া হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মামুনুর রশিদের নামে নন্দীগ্রাম থানায় মামলা ছিল।

সেই মামলায় গত ২৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। কবে জামিনে বের হয়েছে, সে বিষয়ে জানা নেই।

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি
শেয়ার
ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
সংগৃহীত ছবি

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। বরগুনা থেকে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামগামী বাসগুলোর টিকিটে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা বলছেন, সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করেই বাস মালিকেরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন, অথচ দেখার কেউ নেই।

জানা গেছে, সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী বরগুনা থেকে সায়েদাবাদ পর্যন্ত ৭৩৭ টাকা, বরগুনা থেকে গাবতলী পর্যন্ত (ভায়া পাটুরিয়া ফেরী পারাপার) ৮৯৭ টাকা।

ঈদের আগে বরগুনা থেকে ঢাকার বাস ভাড়া ছিল ৬০০ টাকা, কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ থেকে ১০০০ টাকায়। বরগুনা থেকে সায়েদাবাদে গ্রিন ভিউ পরিবহন আগে ৬০০ টাকা ভাড়া নিত, এখন ৯০০ টাকা নিচ্ছে। শ্রাবনী পরিবহন আগে নিত ৬০০ টাকা ভাড়া নিলেও এখন তা বাড়িয়ে নিচ্ছে ৯০০ টাকা। সাদ আবদুল্লাহ আগে নিত ৬০০ টাকা টাকা এখন নিচ্ছে ৯০০ টাকা।
সোনারতরী পরিবহন আগে ৬০০ টাকা ভাড়া আদায় করত, এখন নিচ্ছে  ৯০০ টাকা। শ্যামলী পরিবহন আগে নিত ৬০০ টাকা এখন নিচ্ছে ৯০০ টাকা।

আরো পড়ুন
পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ

পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ

 

বরগুনা বাস টার্মিনালে দেখা গেছে, অনেক যাত্রী টিকিট না পেয়ে হতাশ হয়ে বসে আছেন। কেউ কেউ এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘুরছেন টিকিটের আশায়।

 যাত্রীরা বলছেন, বাড়তি এই ভাড়ার কারণে তাদের অর্থনৈতিক চাপ বাড়ছে।

বাস পরিবহন শ্রমিকরা জানান, ঈদের পর যাত্রীচাপ বেড়ে যাওয়ায় এখন ৬০ থেকে ৬৫টি বাস ঢাকাসহ বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে, যেখানে স্বাভাবিক সময়ে এ পথে ৪০টি বাস চলাচল করে।

ঢাকায় কর্মরত পোশাকশ্রমিক তানজিলা বলেন, ‘ছয় দিনের ছুটি পেয়ে বাড়ি এসেছিলাম। গার্মেন্টস খোলার কারণে এখন ফিরছি। গ্রিন ভিউতে ৯০০ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে, যেখানে স্বাভাবিক সময়ে এই ভাড়া ছিল ৬০০ টাকা।

কষ্টের টাকা এভাবে অতিরিক্ত আদায় ঠিক না।’

আরো পড়ুন
একাধিক মসজিদে আজান শোনা গেলে উত্তর দেবেন যেভাবে

একাধিক মসজিদে আজান শোনা গেলে উত্তর দেবেন যেভাবে

 

গাজীপুরে কর্মরত আরেক পোশাক শ্রমিক নুরুল ইসলাম বলেন, ‘ঈদের আগে ৯০০ টাকায় টিকিট কেটে বাড়ি এসেছি, আর এখন ১১০০ টাকা দিয়ে ফেরার টিকিট কিনতে হয়েছে। এটা সাধারণ মানুষের সঙ্গে অন্যায়।’

বরগুনা পরিবহনের টিকিট কাউন্টারের এক কর্মকর্তা বলেন, ‘ঈদের বিশেষ সার্ভিসের জন্য বাস মালিকরা ভাড়া বৃদ্ধি করেছেন। তাই ৯০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আগে যাত্রীসংকটের কারণে ভাড়া কম নেওয়া হত।’

শ্রাবনী পরিবহনের স্থানীয় টিকিট কাউন্টারের ইনচার্জ লিটন বলেন, ‘কম্পানি ভাড়া বৃদ্ধি করেছে, তাই বাড়তি টাকায় টিকিট বিক্রি করছি। এটা শুধু ঈদ উপলক্ষে।’

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে বরগুনা পরিবহন শ্রমিক সংগঠনের সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন বলেন, ‘বাড়তি ভাড়া নেওয়ার একটি অভিযোগ আমার কাছে এসেছে। তবে বিষয়টি আমি এখনো কারো সঙ্গে কথা বলে জানতে পারিনি। তবে কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করাটা ঠিক হবে না। এই সিদ্ধান্তটা আসে মালিক সমিতির কাছ থেকে।’

আরো পড়ুন
ড. ইউনূসের সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

ড. ইউনূসের সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

 

বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক ফারুক শিকদার বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া আদায়ের করার জন্য বলা হয়েছে। যদি কেউ বাড়তি ভাড়া নিয়ে থাকে সে বিষয়টা আমাদের জানা নেই। খোঁজ নিয়ে আমরা ব্যবস্থা নেবো।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ