<p style="text-align:justify">বছরের প্রথম দিন থেকে একটানা ৭২ ঘণ্টা সারা দেশে গ্যাস সরবরাহ হ্রাস পাবে। মঙ্গলবার তিতাস গ্যাসের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। </p> <p style="text-align:justify">এতে বলা হয়েছে, এলএনজি সরবরাহের একটি এফএসআরইউ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি সকাল পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারাদেশে গ্যাস সরবরাহ হ্রাস পাবে। ফলে দেশের সর্বত্র সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। </p>