<p style="text-align:justify">জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে প্রিয় দেশটাকে সাজাতে চাই। ইনশাআল্লাহ, কোরআনের ভিত্তিতে যখন দেশ সাজবে তখন বাংলাদেশ একটা জান্নাতের বাগানে পরিণত হবে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘এ দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে। মানবজীবনে বৈষম্য থাকবে না। চাঁদাবাজির অস্তিত্ব থাকবে না। দখলবাজের অস্তিত্ব থাকবে না। ঘুষ-দুর্নীতি চলবে না। দলীয় শাসন মানুষকে কষ্ট দেবে না। সেই দিন আমাদের আন্দোলন স্বার্থক হবে, ইনশাআল্লাহ। সেই দিন পর্যন্ত আমাদের যুদ্ধ, সংগ্রাম, লড়াই অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।’</p> <p style="text-align:justify">আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর নতুন হাট গোলচত্বরে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">জামায়াতের আমির আরো বলেন, ‘আমাদের সন্তানরা স্লোগান দিচ্ছে— আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এ দেশের মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে। মহান আল্লাহ আমাদের সহায় হোক। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করেন।’</p>