<p>জয় দিয়ে বিপিএল শুরু করা খুলনা টাইগার্স ইনিংসের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মাঝে অবশ্য খেই হারিয়ে ফেলেছিল তাদের ব্যাটাররা। তবে শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৭৩ রানের সংগ্রহ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।</p> <p>টানা দুই ম্যাচ হেরে বিপিএল শুরু করা ঢাকা ক্যাপিটালসকে ম্যাচে ফিরিয়েছে তাদের বোলাররা। তা না হলে প্রতিপক্ষ খুলনা যেভাবে শুরু করেছিল তাতে বড় স্কোরই হতো। উদ্বোধনী জুটিতে ৫ ওভার শেষ না হতেই ৪৯ রান যোগ করে দুই ওপেনার নাঈম শেখ ও উইলিয়াম বসিস্টো। ১৭৬.৪৭ স্ট্রাইকরেটে ৩০ রান করে নাঈম বিদায় নেওয়ার পরেই ম্যাচের চিত্র যায় পাল্টে। ড্রেসিংরুমে ফেরার আগে ১৭ বলের ইনিংসটি সাজান ৭ চারে।</p> <p>পরে ৮ রানের ব্যবধানে দ্রুত আরো দুই উইকেট হারায় খুলনা। এতে দলের সংগ্রহ দাঁড়ায় ৫৭ রানে ৩ উইকেট। অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে বসিস্টো ক্রিজে দাঁড়ালেও দলীয় রান যোগ করতে পারছিলেন না অস্ট্রেলিয়ান ব্যাটার। ২৮ বলে ২৬ রান যেন তার অসহায়ত্বকেই বোঝায়। ষষ্ঠ ব্যাটার হিসেবে বসিস্টো ব্যাটার আউট হওয়ার আগে ফিরে গেছেন মোহাম্মদ নওয়াজ (৫) ও অধিনায়ক মিরাজও (৮)।</p> <p>তবে শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৭৩ রানের স্কোর পায় খুলনা। তাতে মাহিদুল ইসলাম অঙ্কন ও জিয়াউর রহমানের অবদান বেশ। সপ্তম উইকেটে ৪৩ রানের জুটি গড়েন দুজনে। জিয়াউরের ২২ রানের বিপরীতে ৩২ রানে আউট হয়েছেন অঙ্কন। শেষ ওভারে আবু হায়দার রনির ৩ ছক্কার অবদানও কম নয়। ৮ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ঢাকার হয়ে বোলিং করা ৭ বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন। </p>