<p>খেলোয়াড় এবং কোচ হিসেবে মিকেল আর্তেতার পেশাদার ক্যারিয়ারের বয়স ২৬ বছরের। দীর্ঘ এই সময়ে অনেক কিছুরই সাক্ষী হয়েছেন আর্সেনাল কোচ। তবে গতকাল যা দেখেছেন তা তার পুরো জীবনেই দেখেননি বলে জানিয়েছেন আসছে মার্চে ৪৩ বছরে পদার্পন করতে যাওয়া স্প্যানিশ কোচ।</p> <p>ব্রাইটনের বিপক্ষে ৬১ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়েছিল আর্সেনাল। ঠিক এই সময়ে রেফারি অদ্ভূত এক পেনাল্টির বাঁশি বাজান। তা থেকে গোল করে দলকে সমতায় ফেরান জোয়াও পেদ্রো। ব্রাইটনকে পেনাল্টি পাইয়ে দেওয়ার মূল কারিগরও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডই। ৬০ মিনিটে আর্সেনালের ডি-বক্সে জটলার মধ্যে থেকে হেডে নিয়ন্ত্রণ নিতে চাচ্ছিলেন পেদ্রো, ঠিক এ সময়েই দলকে বিপদ থেকে মুক্ত করতে হেড দেন গানারদের সেন্টারব্যাক উইলিয়াম সালিবা। আর্সেনালের ডিফেন্ডারের হেড বলে না লেগে পেদ্রোর মাথা আঘাত করে। সঙ্গে সঙ্গে রেফারি অ্যান্থনি টেলর পেনাল্টির বাঁশি বাজান।</p> <p><iframe align="middle" frameborder="0" height="900" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/arsenalfami1y/status/1875628373172744508" width="850"></iframe></p> <p>এমন সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ আর্তেতা। পয়েন্ট হারিয়ে যে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ মিস হয়েছে তার দলের। বর্তমানে ২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট আর্সেনালের। অন্যদিকে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮ ম্যাচে ৪৫। রেফারির কারণেই ব্যবধানটা ৩ এ নামিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ কোচ বলেছেন, ‘রেফারির এমন সিদ্ধান্তে আমরা খুবই হতাশ। এমনটা (পেনাল্টি) আমার পুরো ক্যারিয়ারে দেখিনি। সেও (পেদ্রো) কিন্তু বল স্পর্শ করেছিল। এটা উদ্ভট সিদ্ধান্ত। যার অর্থ সম্ভবত আমরা এটা আগে কখনো দেখিনি। ছেলেদের জিজ্ঞেস করেছিলাম, তারাও কখনো দেখেনি বলে জানিয়েছে। এটি নতুন কিছু।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বোর্ডার-গাভাস্কার ট্রফির পুরস্কার মঞ্চে না ডাকায় হতাশ গাভাস্কার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736086671-337c5d477e4466249c05097f0aefa482.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বোর্ডার-গাভাস্কার ট্রফির পুরস্কার মঞ্চে না ডাকায় হতাশ গাভাস্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/05/1465294" target="_blank"> </a></div> </div> <p>আর্তেতার মতো একই সুরে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার। বর্তমানে ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করা লিনেকার বলেছেন, ‘স্পষ্টই বোঝা যাচ্ছিল সালিবাও হেড করতে চেয়েছিল। মাথার সংঘর্ষে পেনাল্টি দেওয়া হয়েছে এমনটা আগে কখনো দেখিনি।’</p> <p>বিবিসির ‘ম্যাচ অব দ্য ডেতে’ লিনেকারের সঙ্গী ইংল্যান্ডের সাবেক ফুটবলার ড্যানি মারফিও বলেছেন, ‘সংঘর্ষের আগে ওরা উভয়ই (সালিবা-পেদ্রো) বলে হেড করেছিল। প্রকৃতপক্ষে তারা বলের জন্য ছুটছিল। কিন্তু (দুর্ঘটনাবশত) একই সময়ে হেড করেছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমস্যার সমাধান হয়েছে, ফাহিমের ‘পদত্যাগের’ বিষয়ে বিসিবি সভাপতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736082133-fbb23e6f95bebc0d25ea9cfc3295db74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সমস্যার সমাধান হয়েছে, ফাহিমের ‘পদত্যাগের’ বিষয়ে বিসিবি সভাপতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/05/1465276" target="_blank"> </a></div> </div>