ক্রীড়া প্রতিবেদক : আবাহনী-মোহামেডানসহ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব নিয়ে ২০১১-১২ মৌসুমে যাত্রা শুরু হয়েছিল মেয়েদের ঘরোয়া ফুটবলের। দুই মৌসুম খেলা মাঠে থাকার পর বন্ধ হয়ে যায় লিগ। এরপর ছয় বছরের লম্বা বিরতির পর আবারও আলোর মুখ দেখে, কিন্তু বসুন্ধরা কিংস ছাড়া প্রিমিয়ার লিগের কোনো ক্লাব মেয়েদের লিগে খেলতে আগ্রহ দেখায়নি। এবারও সেটার ব্যতিক্রম কিছু হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।
মেয়েদের লিগ নিয়ে অনীহা কেন?
- এ বছরের নারী লিগের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আলোচনা করতে গত পরশু বাফুফে ভবনে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে ডেকেছিলেন বাফুফের নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কিন্তু তাঁর ডাকে সাড়া দেয়নি বসুন্ধরা, আবাহনী, মোহামেডানসহ ছয়টি ক্লাব।

এর কারণও আছে বটে। এ বছরের নারী লিগের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আলোচনা করতে গত পরশু বাফুফে ভবনে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে ডেকেছিলেন বাফুফের নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কিন্তু তাঁর ডাকে সাড়া দেয়নি বসুন্ধরা, আবাহনী, মোহামেডানসহ ছয়টি ক্লাব। ২০২২ সালের পর এবারও সাফের শিরোপা জিতেছেন সাবিনা-ঋতুপর্ণারা।
নারী ফুটবল কমিটি কী ধরনের প্রস্তাব দেয়, সেটা দেখেই সিদ্ধান্ত নেবে একবারের চ্যাম্পিয়ন আবাহনী। আকাশি-নীলদের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেছেন, ‘আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। তারা আমাদের কী ধরনের প্রস্তাব দেয়, সেটাও দেখতে হবে।’ ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান অবশ্য বলছেন ভিন্ন কথা, ‘মেয়েদের ফুটবল এমনিতেই স্পর্শকাতর বিষয়। একটি দল গড়তে মেয়েদের নিরাপত্তা, আবাসন, যাতায়াতসহ স্বাস্থ্যের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া আর্থিক দিকটাও দেখতে হবে, বেশির ভাগ ক্লাবই এখন আর্থিক সমস্যায় আছে।’
সম্পর্কিত খবর

টিভিতে

ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট
টেন ৫
ফুটবল
প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিভারপুল
হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২
ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১
।
টি স্পোর্টস

ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।
গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।