ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

মেয়েদের লিগ নিয়ে অনীহা কেন?

  • এ বছরের নারী লিগের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আলোচনা করতে গত পরশু বাফুফে ভবনে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে ডেকেছিলেন বাফুফের নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কিন্তু তাঁর ডাকে সাড়া দেয়নি বসুন্ধরা, আবাহনী, মোহামেডানসহ ছয়টি ক্লাব।
শেয়ার
মেয়েদের লিগ নিয়ে অনীহা কেন?

ক্রীড়া প্রতিবেদক : আবাহনী-মোহামেডানসহ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব নিয়ে ২০১১-১২ মৌসুমে যাত্রা শুরু হয়েছিল মেয়েদের ঘরোয়া ফুটবলের। দুই মৌসুম খেলা মাঠে থাকার পর বন্ধ হয়ে যায় লিগ। এরপর ছয় বছরের লম্বা বিরতির পর আবারও আলোর মুখ দেখে, কিন্তু বসুন্ধরা কিংস ছাড়া প্রিমিয়ার লিগের কোনো ক্লাব মেয়েদের লিগে খেলতে আগ্রহ দেখায়নি। এবারও সেটার ব্যতিক্রম কিছু হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।

এর কারণও আছে বটে। এ বছরের নারী লিগের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আলোচনা করতে গত পরশু বাফুফে ভবনে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে ডেকেছিলেন বাফুফের নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কিন্তু তাঁর ডাকে সাড়া দেয়নি বসুন্ধরা, আবাহনী, মোহামেডানসহ ছয়টি ক্লাব। ২০২২ সালের পর এবারও সাফের শিরোপা জিতেছেন সাবিনা-ঋতুপর্ণারা।

কিন্তু তাঁদের নিয়ে দল গড়তে ক্লাবগুলোর অনীহা কেন, সেই প্রশ্ন সামনে আসছে বারবার। অথচ মেয়েদের ফুটবল এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। পৃষ্ঠপোষক কম্পানিগুলোও মেয়েদের ফুটবলে আগ্রহী। বসুন্ধরা কিংস তিনবার অংশ নিয়ে লিগের মান বাড়ানোর কাজটা করেছে, কিন্তু তারাও গত বছর নানা কারণে অংশ নেয়নি।
কিংস অবশ্য বাফুফের নারী ফুটবল কমিটির পরিকল্পনা নিয়ে সন্দিহান। দলটির মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক এ ব্যাপারে বলেছেন, নারী ফুটবল নিয়ে আমরা সব সময়ই ইতিবাচক। শীর্ষ দলগুলোর অংশগ্রহণসহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ চাই আমরা। কিন্তু নারী ফুটবল কমিটির পরিকল্পনা নিয়ে আমাদের সংশয় আছে। এই যেমন সভার এক দিন আগে আমরা চিঠি পেয়েছি, যা পর্যাপ্ত সময় নয় এত জরুরি মিটিংয়ের জন্য।
এ ছাড়া চিঠিতে ছেলেদের লিগের অংশগ্রহণকারী দলের কথা লেখা আছে, তাই পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের অনুমোদনও প্রয়োজন।

নারী ফুটবল কমিটি কী ধরনের প্রস্তাব দেয়, সেটা দেখেই সিদ্ধান্ত নেবে একবারের চ্যাম্পিয়ন আবাহনী। আকাশি-নীলদের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেছেন, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। তারা আমাদের কী ধরনের প্রস্তাব দেয়, সেটাও দেখতে হবে। ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান অবশ্য বলছেন ভিন্ন কথা, মেয়েদের ফুটবল এমনিতেই স্পর্শকাতর বিষয়। একটি দল গড়তে মেয়েদের নিরাপত্তা, আবাসন, যাতায়াতসহ স্বাস্থ্যের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া আর্থিক দিকটাও দেখতে হবে, বেশির ভাগ ক্লাবই এখন আর্থিক সমস্যায় আছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ