<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : দেশের নারী ফুটবলের ঘরোয়া লিগের কাঠামো এখনো নড়বড়ে। এর মান বাড়াতে পেশাদার লিগের শীর্ষ ১০ ক্লাব এবং নারী লিগে খেলা দলগুলোকে গতকাল বাফুফে ভবনে ডেকেছিলেন নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কিন্তু তাঁর ডাকে সাড়া দিয়েছে পেশাদারি লিগের চারটি ক্লাব। বসুন্ধরা কিংস, মোহামেডান, আবাহনীসহ বাকি তিনটি ক্লাব আসেনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত কয়েক বছর নামকাওয়াস্তে হয়েছে মেয়েদের লিগ। আর্থিক সমস্যায় জর্জরিত ছিল ক্লাবগুলো। ফলে এক লেগের মাধ্যমে দ্রুততম সময়ে শেষ করতে হয়েছে লিগ। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী পেশাদার লিগের অনুমোদন পেতে হলে অন্তত ৯০টি ম্যাচ এবং লিগের স্থায়িত্ব হতে হবে ছয় মাস। লিগ হতে হবে দুই লেগের। এমন হলে ক্লাবগুলোর খরচ যাবে বেড়ে। এসব নিয়েই আলোচনা হয়েছে জানিয়ে মাহফুজা আক্তার বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাফুফের কাছে ক্লাবগুলো কী চায়, সেসব জেনেছি। ছয় মাস ক্লাব চালাতে গেলে খরচ অনেক। তারা ফেডারেশনের কাছে আর্থিক সহায়তা চেয়েছে। এসব নিয়ে আমি বাফুফে সভাপতির সঙ্গে কথা বলে পরবর্তী সভায় চূড়ান্ত করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্লাবগুলো এবার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চায়। তাতে কম বাজেটে দল গড়া যায়। বাফুফেরও তাতে সায় আছে বলে জানা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রিমিয়ার লিগে খেলা ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ, বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রাম আবাহনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। ব্রাদার্সের ম্যানেজার আমের খান আর্থিক দিকটা সামনে এনে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছেলেদের দল গড়তে আমরা হিমশিম খাই। এই অবস্থায় মেয়েদের দল গড়া আরো কঠিন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>