ক্রীড়া প্রতিবেদক : দেশের নারী ফুটবলের ঘরোয়া লিগের কাঠামো এখনো নড়বড়ে। এর মান বাড়াতে পেশাদার লিগের শীর্ষ ১০ ক্লাব এবং নারী লিগে খেলা দলগুলোকে গতকাল বাফুফে ভবনে ডেকেছিলেন নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কিন্তু তাঁর ডাকে সাড়া দিয়েছে পেশাদারি লিগের চারটি ক্লাব। বসুন্ধরা কিংস, মোহামেডান, আবাহনীসহ বাকি তিনটি ক্লাব আসেনি।
বাজেটে আটকে মেয়েদের লিগ

গত কয়েক বছর নামকাওয়াস্তে হয়েছে মেয়েদের লিগ। আর্থিক সমস্যায় জর্জরিত ছিল ক্লাবগুলো। ফলে এক লেগের মাধ্যমে দ্রুততম সময়ে শেষ করতে হয়েছে লিগ। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী পেশাদার লিগের অনুমোদন পেতে হলে অন্তত ৯০টি ম্যাচ এবং লিগের স্থায়িত্ব হতে হবে ছয় মাস।
প্রিমিয়ার লিগে খেলা ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ, বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রাম আবাহনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। ব্রাদার্সের ম্যানেজার আমের খান আর্থিক দিকটা সামনে এনে বলেছেন, ‘ছেলেদের দল গড়তে আমরা হিমশিম খাই। এই অবস্থায় মেয়েদের দল গড়া আরো কঠিন।’
সম্পর্কিত খবর

টিভিতে

ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট
টেন ৫
ফুটবল
প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিভারপুল
হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২
ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১
।
টি স্পোর্টস

ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।
গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।