ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত স্কুল ফুটবল টুর্নামেন্টগুলোতে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকে সেভাবে দেখা যায় না। তবে এবার শুধু ইংরেজি মাধ্যমের আটটি স্কুল নিয়েই হতে যাচ্ছে ‘ঢাকা’স রাইজিং স্টারস’ ফুটবল টুর্নামেন্ট। আগামী মাসে জলসিড়ির ফর্টিস মাঠে হবে এই টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৪ দুটি গ্রুপে হবে খেলা।
গতকাল নির্বাহী কমিটির সভায় বাফুফে এই টুর্নামেন্টের অনুমোদন দিয়েছে। ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাফুফের সঙ্গে এই টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করছে দ্য গ্রোয়িং আপ ক্লাব ও ফ্লাইয়ার্স স্পোর্টস। শিশুদের নিয়ে কাজ করে গ্রোয়িং ক্লাব, ফ্লাইয়ার্স স্পোর্টস মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানি। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হলো আগা খান একাডেমি ঢাকা, আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল, অরোরা ইন্টারন্যাশনাল স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি), স্কলাস্টিকা মিরপুর, স্কলাস্টিকা উত্তরা, স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুল ও স্যার জন উইলসন স্কুল।
বাফুফে এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে টুর্নামেন্ট করেছিল। কিন্তু সেটির ধারাবাহিকতা থাকেনি। স্কুল টুর্নামেন্টও এ পর্যন্ত অনিয়মিত। গতকালের সভায় এ বছরের বাজেটও অনুমোদন করা হয়েছে।
বাফুফের নির্বাচনী এজিএমে এই বাজেট অনুমোদন পায়নি। অবশেষে গতকাল নির্বাহী কমিটির সভায় সেই বাজেটের অঙ্ক কিছুটা বাড়িয়ে তা অনুমোদন দেওয়া হয়েছে। এজিএমে ৬১ কোটি টাকার বাজেট উত্থাপন করা হয়েছিল।