ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

আশুলিয়া থানার ওসি আবু বকরকে প্রত্যাহার

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
আশুলিয়া থানার ওসি আবু বকরকে প্রত্যাহার
ফাইল ছবি

ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিককে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ রবিবার দুপুরে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

অর্থের বিনিময়ে ঝুট ব্যবসা নিয়ে পক্ষপাতিত্ব, জমি দখলে সহযোগিতা, আসামি ধরে হাজতে আটকে রাখা, আবাসিক হোটেল থেকে মাসোহারা আদায়, সিন্ডিকেটের মাধ্যমে মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে।

এ নিয়ে কয়েক দফা তদন্তও হয়। এ ছাড়া অধস্তনদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, ‘আশুলিয়া থানার ওসিকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলে আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলে আটক
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছে। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন মো. দুর্জয় বেগ (১৮) ও তার বাবা মো. রোকন বেগ (৪৫)।

আরো পড়ুন
আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

 

ভুক্তভোগীর বাবা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে শ্লীলতাহানির ঘটনা ঘটলে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।

পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বাবা-ছেলে আটক করা হয়েছে। তাদেরকে আগামীকাল শুক্রবার সকালে জেলা আদালতে সোর্পদ করা হবে।

মন্তব্য

অটোরিকশা যাত্রীদের গাছে বেঁধে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
অটোরিকশা যাত্রীদের গাছে বেঁধে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের এনায়েতপুর-নজরপুর সড়কে ডাকাতির ঘটনায় সাতজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিনূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। 

এছাড়াও ডাকাতি হওয়া একটি অটোরিকশা ও একটি মোবাইলফোন উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ অভিযানে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিনে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে প্রত্যেকের নামে একাধিক ছিনতাই-চুরির মামলা রয়েছে। এমনকি একজন ডাকাত দলের সদস্য ঘটনার দুই দিন আগে জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় ডাকাতিতে অংশ নিয়েছে।

ঘটনার সাথে জড়িত বাকি সদস্যদেরকেও আটক ও ছিনতাইয়ের মালামাল উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশার যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে রেখে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ অটোরিকশাটি নিয়ে যায়।

মন্তব্য

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অমিত শর্টগানের লাইসেন্সের আবেদন যা বলেছিলেন

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অমিত শর্টগানের লাইসেন্সের আবেদন যা বলেছিলেন
সংগৃহীত ছবি

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমিত বণিক এনপিবি পিস্তল ও শর্টগান ব্যবহারে বিশেষ বিবেচনায় লাইসেন্সের আবেদন করেছিলেন। তার আবেদনের কপি কালের কণ্ঠ পেয়েছে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে রংপুর পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

আবেদনে অমিত বণিক নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দাবি করেন লেখেন, ‘আমি রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম,নীলফামারী জেলায় বহুজাতিক মোবাইল ফোন অপারেটর কম্পানি, বহুজাতিক মোবাইল সেবা ফাইনান্স সার্ভিস, ঢেউটিন এলপিগ্যাসসহ একাধিক ব্যবসা পরিচালনা করছি। ব্যবসা ছাড়াও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালক, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদকসহ একাধিক ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। এছাড়াও সরকারি প্রতিষ্ঠান-বিডার সদস্য, ভোক্তা অধিকারের সদস্য, লায়ন্স ক্লাবের পরিচালক, মানবতার বন্ধন ও রংপুর মহানগর কমিউনিটি পুলিশের প্রতিষ্ঠাতা ও সদস্য।’ 

আরো পড়ুন
শহীদ পরিবারের নিরাপত্তায় যা বললেন তাসনিম জারা

শহীদ পরিবারের নিরাপত্তায় যা বললেন তাসনিম জারা

 

ওই আবেদনে অমিত বণিক আরও দাবি করেন, ‘আমি ও আমার পরিবার আওয়ামী লীগের মতাদর্শী।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার সাথে ব্যবসায়িক সফরসঙ্গী এবং কর অঞ্চল-১৬ (বদরগঞ্জ) এর শ্রেষ্ঠ করদাতা হিসেবে দাবি করে এনপিবি পিস্তল ও শর্টগান ব্যবহারের বিশেষ বিবেচনায় লাইসেনন্স আদেশ প্রদান করা হোক।’

তবে ওই আবেদনের প্রেক্ষিতে কি আদেশ জারি হয়েছে তা জানা যায়নি। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) অমিত বণিককে গ্রেপ্তার করে মহানগর পুলিশ।

মন্তব্য

ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানসহ ৫ জনের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানসহ ৫ জনের
ছবি : কালের কণ্ঠ

পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুজন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদকের জামিন শুনানির তারিখ পরিবর্তন

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদকের জামিন শুনানির তারিখ পরিবর্তন

 

নিহতরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক (৩০), রাব্বির স্ত্রী মুক্তা খাতুন (২৭), তাদের দুই বছর বয়সী ছেলে মুস্তাকিম।

নিহত অন্য দুজন হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর মো. রানার ছেলে সিএনজিচালক ত্বোহা হোসেন (২৫)।

আরো পড়ুন
রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি

রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি

 

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম ও ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, ঈশ্বরদী বাজারে পরিবারসহ ঈদের জন্য কেনাকাটা করতে এসেছিলেন নিহত রাব্বি হোসেন ও তার পরিবার।

কেনাকাটা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরতে ছিলেন। ঘটনাস্থলে নাটোর-বগুড়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস ভলকা নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে মুখোমুখিভাবে আঘাত করে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা হতাহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে আরো একজনের মৃত্যু হয়। প্রথমিক চিকিৎসা শেষে মো. ত্বোহা, ফরিদা বেগম ও আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী বাঘা উপজেলা পর্যন্ত পৌঁছালে সিএনজি চালক মো. ত্বোহা মারা যান।

আরো পড়ুন
যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুদ্দিন হায়দার জানান, এ ঘটনায় নিহত ৪ জনের মরদেহ ঈশ্বরদী হাসপাতালে রয়েছে। আহত মো. মোস্তফা (২৫), ফরিদা (৫০) ও মো. ত্বোহাকে (২৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুনেছি পথিমধ্যে ত্বোহা নামের আরেকজন মারা গেছেন। 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের লোকজন কোনো লিখিত অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘাতক বাসের চালক ও হেলপার বাস রেখে পালিয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ