<p style="text-align:justify">ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিককে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।</p> <p style="text-align:justify">আজ রবিবার দুপুরে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।</p> <p style="text-align:justify">খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে ঝুট ব্যবসা নিয়ে পক্ষপাতিত্ব, জমি দখলে সহযোগিতা, আসামি ধরে হাজতে আটকে রাখা, আবাসিক হোটেল থেকে মাসোহারা আদায়, সিন্ডিকেটের মাধ্যমে মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে।</p> <p style="text-align:justify">এ নিয়ে কয়েক দফা তদন্তও হয়। এ ছাড়া অধস্তনদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, ‘আশুলিয়া থানার ওসিকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’</p>