<p style="text-align:justify">অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ঢাকা-১১ (বর্তমান ১৪) আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।</p> <p style="text-align:justify">রবিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।</p> <p style="text-align:justify">এস এ খালেক দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ গত বুধবার তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।</p> <p style="text-align:justify">এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় মিরপুর বাঙলা কলেজ প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। পরে গাবতলী মিরপুর শাহি মসজিদ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।</p>