<p>বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচারমুক্ত উল্লেখ করে বলেন, ‘এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। কী সেই যুদ্ধ, যে সংগ্রাম, যে আন্দোলন বিগত ১৬ বছর যাবৎ এ দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, নেতাকর্মীরা করেছিলেন মানুষের সহযোগিতা নিয়ে, যে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারগুলোকে এখন পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।’</p> <p>সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদরাসা মাঠে আয়োজিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবারের আয়োজনে ২০১৪ সালের ১৮ জানুয়ারি র‌্যাবের ক্রসফায়ারে নিহত নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টানা ৩ দিন কমবে তাপমাত্রা, বাড়বে শীত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735571834-5022c53bcddd02395d5d834bd2d33696.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টানা ৩ দিন কমবে তাপমাত্রা, বাড়বে শীত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/30/1463113" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘এই গোলাম রব্বানীরা যারা শহীদ হয়েছেন, যারা নিজের জীবন দিয়েছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। বাকস্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। যে গোলাম রব্বানীকে হত্যা করা হয়েছে, গোলম রব্বানী শুধু একজন নয়। গত ১৬ বছরের যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আগস্ট মাসের ৫ তারিখে, সেই স্বৈরাচার গত ১৬ বছরে সারা বাংলাদেশে হাজারো গোলাম রব্বানীকে হত্যা করেছে। লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। পালিয়ে যাওয়ার কয়েক দিন আগেও সেই স্বৈরাচার প্রায় দুই হাজারের মতো মানুষকে হত্যা করেছে। ক্ষমতা ধরে রাখতে প্রায় ৩০ হাজারের কাছাকাছি মানুষকে বিভিন্নভাবে জখম করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিদায়ি বছরে রেমিট্যান্স বেড়েছে ২২ শতাংশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735571281-4f044c35b84d84a76c73388d1212fcca.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিদায়ি বছরে রেমিট্যান্স বেড়েছে ২২ শতাংশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/30/1463109" target="_blank"> </a></div> </div> <p>বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির সিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘আজকে মানুষের প্রত্যাশার কারণে অন্তর্বর্তী সরকারকে বিএনপিও সমর্থন করেছে। কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যায়, তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না।’ </p> <p>তিনি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করে বলেন, ‘ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কেন? শ্রমিক অসন্তোষ হচ্ছে কেন? জিনিসপত্রের দাম কমাতে পারছেন না? সোনালি মুরগির দাম মাত্র দুই দিনে ৩০ টাকা, ব্রয়লার মুরগির দাম ২০ টাকা বাড়বে কেন?’</p> <p>আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর মেয়ে রহমত জাহান রিক্তাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।</p>