<p>বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পর এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল হলেন খুলনার ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম।</p> <p>২০২৫ সেশনের জন্য গঠিত ছাত্রশিবিরের নতুন কমিটির শীর্ষ পদে স্থান পাওয়া সাদ্দাম খুলনা মহানগর শিবিরের সাবেক সভাপতি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্স করছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনাকে ফেরত না দিলে কেমন হবে ঢাকা-দিল্লি সম্পর্ক?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/01/1735734299-8c6fa04e3d1fe0bf8261733b57f8d86e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনাকে ফেরত না দিলে কেমন হবে ঢাকা-দিল্লি সম্পর্ক?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/01/1463802" target="_blank"> </a></div> </div> <p>এর আগে তিনি খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে আলিম পাস করেন। নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।</p> <p>এদিকে বিগত কয়েকটি সেশন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন খুলনা মহানগর জামায়াতের সাবেক আমির ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।</p>